E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রধান শিক্ষককে ডেকে এনে পিটিয়ে জখম করল ইউপি চেয়ারম্যান!

২০২২ অক্টোবর ২২ ১৮:৩৯:০৩
প্রধান শিক্ষককে ডেকে এনে পিটিয়ে জখম করল ইউপি চেয়ারম্যান!

ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির দেওয়ান ও তার সহযোগীরা প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদারকে (৫০) ডেকে এনে পিটিয়ে জখম করেছেন।

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ধূলিয়া এনকে স্কুলের পাশে ডেকে এনে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় গুরুতর আহত শিক্ষক নাসির উদ্দিন হাওলাদারকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মারধরের ঘটনায় ধুলিয়া ইউনিয়নাধীন চাঁদকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার বলেন, ধূলিয়া ইউনিয়নের বাসুদেবপাশা মৌজায় আমাদের পৈতৃক জমিতে শ্রমিকদের দিয়ে বাঁধ দেওয়ার কাজ করছিলাম, তখন চেয়ারম্যান সাহেব তার লোকজন পাঠিয়ে আমাদের ধূলিয়া এনকে স্কুল ঘাটে ধরে নিয়ে আসেন। এরপর কোনো কথা না বলেই চেয়ারম্যান হুমায়ূন কবির দেওয়ান এবং তার ভাইয়ের ছেলেরা আমাকে এলোপাতাড়িভাবে চড়, লাথি, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

এ বিষয়ে ধূলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির দেওয়ান বলেন, চর বাসুদেব পাশা মৌজায় তরমুজ চাষের জন্য বিভিন্ন জমির মালিকদের কাছ থেকে আমরা ৫০-৬০ একর জমি এক বছরের জন্য ভাড়া নিয়েছি। সেই জমিতে কাজ করার সময় ওই শিক্ষক বাধা দিলে তার সঙ্গে আমার ভাই এবং ভাইয়ের ছেলের তর্ক-বিতর্ক হয়, তখন আমার ভাই হেমায়েতকে (৩৫) পিটিয়ে আহত করে নাসির উদ্দিনের লোকজন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত করি। আমার ও আমার ভাইয়ের ছেলেদের সম্পর্কে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন বলেন, মারধরের ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(এফ্এম/এসপি/অক্টোবর ২২, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test