E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এরকম বাস্তবতায় চিকিৎসা সেবা দিয়ে মানুষকে সন্তষ্ট করা সত্যি কি সম্ভব?

২০২২ অক্টোবর ৩০ ১৬:৫৫:৩৮
এরকম বাস্তবতায় চিকিৎসা সেবা দিয়ে মানুষকে সন্তষ্ট করা সত্যি কি সম্ভব?

ফয়জুল মুনির, পটুয়াখালী : পটুয়াখালী শহরের পরিচিত মুখ ডাক্তার ওয়াহীদ শামীম, যিনি ইতিমধ্যে মানবীক মানুষ হিসাবে পরিচিতি লাভ করেছেন। ডাক্তার ওয়াহীদ শামীম একজন শিশু বিশেষজ্ঞ, হাসপাতালের শিশু ওয়ার্ডের চিকিৎসা সেবার ব্যাপারে জানতে চাইলে, তিনি ওয়ার্ডের বাস্তব চিএ তুলে ধরেন।

তিনি এ প্রতিবেদককেই প্রশ্ন করেন, এরকম বাস্তবতায় চিকিৎসা সেবা দিয়ে মানুষকে সন্তষ্ট করা সত্যি কি সম্ভব? শিশু ওয়ার্ডের বেড সংখ্যা ৪৮, রোগী ১০০ এর বেশী। প্রতিটি বেডে কমপক্ষে ২ জন শিশু তো আছেই সাথে মা। কোন-কোন বেডে ৩ জনও আছে। মায়েরা তার বাচ্চাকে নিয়ে শুয়ে থাকাতো দুরের কথা, এমনকি রোটেশন করে বসতে হয়।

ক্লিনার কম থাকায় ওয়ার্ড পরিস্কার এবং বাথরুম খারাপ অবস্থার কারনে কোন-কোন সময় কোন-কোন ওয়ার্ডের চিকিৎসকরা নিজেদের বেতনের টাকা দিয়ে বাহির থেকে ক্লিনার-দারোয়ান দিয়ে সাময়ীক সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

তবে খুশির খবর বর্তমানে অনেক দামি ইনজেকশনসহ-ঐষধ সরবরাহ আছে। ২০০৫ সালে সরকারী চাকুরিতে জয়েন এর পরে এতো সরবরাহ কখনও দেখিনি। বেশ কয়েক বছরধরে এই সরবরাহ চলমান আছে।

(এফএম/এসপি/অক্টোবর ৩০, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test