E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অগ্রাধিকার ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার উন্নয়ন করা হবে

২০১৪ অক্টোবর ১৪ ১৮:২২:১৬
অগ্রাধিকার ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার উন্নয়ন করা হবে

নাটোর প্রতিনিধি : রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ বলেছেন, নলডাঙ্গার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হয়। তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে নলডাঙ্গা উপজেলার উন্নয়ন করা হবে। হালতিবিল উন্নয়নসহ খুব শীঘ্রই উপজেলা কমপ্লেক্স ভবন নির্মানে জমি অধিগ্রহন কাজ শুরু হবে।

মঙ্গলবার নলডাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা ও উন্নয়ন বিষয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, নির্বাহী অফিসার শারমিন আক্তার জাহান, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি, নলডাঙ্গা পৌর মেয়র আব্বাস আলী নান্নু,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইয়াকুব আলী মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুদ দাইয়ান, কৃষি অফিসার মোজদার হোসেন, ব্রক্ষপুর ইউপি চেয়ারম্যান সরদার আফজাল, বিপ্রবেলঘড়িয়া ইউপি চেয়ারম্যান আবিদুর রহমান তালুকদার, খাজুরা ইউপি চেয়ারম্যান শেখ জহুরুল ইসলাম ভুট্রু, সাংবাদিক মামুনুর রশীদ প্রমুখ। পরে বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নলডাঙ্গার হাট শাখা ও বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

(এমআর/এএস/অক্টোবর ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test