E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দা কমিউনিটি ক্লিনিকে চারমাস ধরে ওষুধ সরবরাহ নেই!

২০১৪ অক্টোবর ১৬ ১৭:০৯:৩৯
মান্দা কমিউনিটি ক্লিনিকে চারমাস ধরে ওষুধ সরবরাহ নেই!

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দা উপজেলার ৪৮ টি কমিউনিটি ক্লিনিকে গত চার মাস ধরে কোন ওষুধ সরবরাহ করা হয়নি।

গত ২০ জুন এসব ক্লিনিকে সরবরাহকৃত মাত্র দুই কার্টুন ওষুধ অল্প দিনের ব্যবধানেই শেষ হয়ে গেছে। এতে প্রতিদিন চিকিৎসা নিতে ক্লিনিকে আসা সহস্রাধিক রোগি ওষুধ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। মুখ থুবড়ে পড়েছে সেখানে প্রত্যন্ত গ্রামাঞ্চলের চিকিৎসাসেবা কার্যক্রম।
বৃহস্পতিবার উপজেলার মাগুরা, দেলুয়াবাড়ি ও গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা গেছে, ঠিক এমনই চিত্র।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, কমিউনিটি ক্লিনিক প্রকল্প কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে।

এদিন উপজেলার নলঘৈর গ্রামের মেহের আলী অ্যাজমা, উত্তরকোঁচড়া গ্রামের হামেদা বিবি মাজার ব্যথা, জয়নুর বিবি ও নুর বানু চোখের সমস্যা ও শাকিলা খাতুন জ্বরের চিকিৎসা নিতে এসেছিলেন মাগুরা কমিউনিটি ক্লিনিকে। নলঘৈর গ্রামের রেজিয়া বিবি কাশি, কুলসুম বিবি শ্বাসকষ্ট ও তিন বছর বয়সি রুমানার জ্বরের চিকিৎসা নিতে তার মা মিনা বেগমসহ আরো অনেকেই এসময় ক্লিনিকে উপস্থিত ছিলেন।
আগত এসব রোগিরা জানান, বাড়ির কাছের ক্লিনিকে চিকিৎসা ও ওষুধ দু’টোই পাওয়ায় তাদের আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হতো না। সাংসারিক কাজের ফাঁকে হাতের নাগালে ক্লিনিকে এসে সহজেই চিকিৎসাসেবা নিতে পারতেন তারা। বেশকিছু দিন ধরে ক্লিনিকে এসে ওষুধ না পেয়ে খালি হাতে তারা বাড়ি ফিরে যাচ্ছেন । চিকিৎসা নিতে এলেই বলা হচ্ছে ওষুধ নেই।

চিকিৎসা নিতে উপজেলার দেলুয়াবাড়ি কমিউনিটি ক্লিনিকে আগত রোগি শিরিনা বিবি, শাহানারা বিবি ও জুলেখা বিবি এবং গোবিন্দপুর কমিউনিটি ক্লিনিকে আগত ছালেমা বিবি, হারেদ আলী ও টমি রানী একই ধরণের অভিযোগ করেন। তারা দাবি করেন, সামান্য অসুখ-বিসুখে তারা দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন না। এসব রোগের চিকিৎসা নিতে হাসপাতালে যেতে পরিবহন ভাড়া ও সময় দুটোই নষ্ট হয়ে থাকে। ক্লিনিকে এসে ওষুধ না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন তারা।

মাগুরা কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার রাসেল রানা জানান, গত ২০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই কার্টুন ওষুধ পেয়েছেন তিনি। এ ক্লিনিকে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন রোগি চিকিৎসাসেবা নিয়ে থাকেন। জুন মাসের সরবরাহকৃত ওষুধ দিয়ে আগত রোগিদের মাত্র একমাস চিকিৎসাসেবা দেয়া সম্ভব হয়েছে।
তিনি আরো জানান, ক্লিনিকে ওষুধ না থাকায় প্রতিদিন চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বর্তমানে সেবামুলক পরামর্শ দিয়ে রোগিদের বিদায় করছেন। অনেককে চিরকুটে ওষুধ লিখে বাজার থেকে কিনে খাবার পরামর্শ দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দেলুয়াবাড়ি ক্লিনিকের সিএইচপিসি রোজিনা খাতুন ও গোবিন্দপুর ক্লিনিকের সিএইচপিসি শিউলি খাতুন জানান, ক্লিনিকে আগত রোগিদের তুলনায় ওষুধ সরবরাহ অত্যন্ত অপ্রতুল। চাহিদামতে প্রতিমাসে অন্তত এক কার্টুন করে ওষুধ সরবরাহ প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।

এব্যাপারে মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এটিএম মোকারম হোসেন জানান, গত ২০ জুন উপজেলার ৪৮টি কমিউনিটি ক্লিনিকে দুই কার্টুন করে ওষুধ দেয়া হয়েছে। আপদকালিন সময়ের জন্য এক কার্টুন করে মজুদ রাখা হয়েছে। কিন্তু কমিউনিটি ক্লিনিক প্রকল্প কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় মজুদ ওষুধগুলো সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গত ২৪ সেপ্টেম্বর জেলা সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি করেন তিনি।

(বিএম/জেএ/অক্টোবর ১৬, ২০১৪)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test