E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী 

২০২৩ ফেব্রুয়ারি ২৫ ১৭:৫৩:০৯
ফরিদপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী 

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর শহরের মহিম স্কুলের মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পি এ এ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সহকারি কমিশনার ভূমি জিয়াউর রহমান,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আসজাদ, উদ্যোক্তা তানিয়া পারভিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণের কর্মকর্তা ডক্টর তাসলিমা আক্তার। এতে মোট ৩৪ টি স্টল অংশগ্রহণ করে। এছাড়া গাভী ,ষাড়, হাঁস-মুরগি পালন ও ছাগল পালনে অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানে পুরস্কারপ্রাপ্তদের পুরস্কৃত করা হয়। এছাড়া দুটো এনজিও কেউ এ পুরস্কার প্রদান করা হয়।

এ ছাড়া দীপ্ত কৃষি পদকে সফলতা অর্জন করায় উদ্যোক্তা তানিয়া পারভিন কে ও বিশেষ পুরস্কার দেওয়া হয়।
এর আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পি এ এ।
মেলার আয়োজনে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ফরিদপুর।

(ডিসি/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test