E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মোবাইল কোর্টের মাধ্যমে সালথা বাজার মনিটরিং, ৮ জনের জরিমানা

২০২৩ মার্চ ২৩ ১৯:৩৪:০৭
মোবাইল কোর্টের মাধ্যমে সালথা বাজার মনিটরিং, ৮ জনের জরিমানা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার মনিটরিং করা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের বাজার মনিটরিং এর অংশ হিসেবে মূল্য তালিকা প্রদর্শন, পাইকারী ও খুচরা পর্যায়ে পণ্যের অস্বাভাবিক দর বৃদ্ধি বিদ্যমান কিনা ও লাইসেন্স অনুমোদিত পরিমাণ অপেক্ষা অধিক চালের মজুদ করা হচ্ছে কিনাসহ বিভিন্ন সামগ্রিক বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে সালথা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী ।

এসময় উপজেলা মৎস্য অফিসার রাজীব রায় উপস্থিত ছিলেন। এছাড়াও সালথা থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।

এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অসংগতির জন্য দুলাল মীর, ফজল আলী মুদি ব্যবসায়ী, কুদ্দুস মোল্লা, সাগর ইসলাম, বিল্লাল, লুৎফর, ইরান মাংস ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৯ ধারায় ৭হাজার অর্থদন্ড ও দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় অসিম মালোকে ১হাজার অর্থদন্ডসহ মোট ৮ জন ব্যবসায়ীকে ৮হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিন আইয়ূবী বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়েছে। বিভিন্ন অপরাধে ৮জন ব্যবসায়ীকে মোট ৮হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয় ও তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসনের এ ধরণের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

(এএনএইচ/এএস/মার্চ ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test