E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাংলাবান্ধা সীমান্তে বিএসএফ ডিজির আগমনে আনন্দঘন অনুষ্ঠান

২০২৩ এপ্রিল ১৫ ১৭:১০:২৯
বাংলাবান্ধা সীমান্তে বিএসএফ ডিজির আগমনে আনন্দঘন অনুষ্ঠান

পঞ্চগড় প্রতিনিধি : বাংলাবান্ধা সীমান্তে বিএসএফের ডিজির আগমন উপললক্ষ্যে বাংলাদেশ-সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের এক আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বাংলাবান্ধা -ফুলবাড়ি সীমান্তে এই অনুষ্ঠানে ভারতের পক্ষে বিএসএফ মহাপরিচালক ড.এস এল থাউসেন এবং বাংলাদেশের পক্ষে বিজিবির রংপুরের রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম পারস্পরিক ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবি'র পঞ্চগড় ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল যুবায়েদ হাসানের সঞ্চালনায় দীর্ঘ ৩০ মিনিট ধরে অনুষ্ঠিত বিভিন্ন পর্বে উপস্থিতি ছিলেন ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল এম এইচ হাফিজুর রহমান, ভারতের বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি শ্রী অজয় সিং, বিজিবি স্টাফ অফিসার মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবি ১৮ পঞ্চগড় ব্যাটলিয়নের সহকারি পরিচালক মো.হাচানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের প্রারম্ভে উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিজিবির চৌকস একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে বিএসএফ মহাপরিচালকের আগমনকে স্মরনীয় করে রাখতে বিজিবি রংপুর রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক আনুষ্ঠানিকভাবে স্মারক চিহৃ প্রদান করেন।

(আর/এসপি/এপ্রিল ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test