E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে সড়কে প্রাণ গেল বৃদ্ধ ও যুবকের

২০২৩ জুলাই ১৫ ১৪:৩৯:০৪
চট্টগ্রামে সড়কে প্রাণ গেল বৃদ্ধ ও যুবকের

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশা উল্টে শফিউল আলম জিহাদী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এস কে বি কমিউনিটি সেন্টারের দক্ষিণ পাশে পিএবি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

একই দিন রাঙ্গুনিয়ায় রাস্তার পাশ থেকে মো. আল-আমিন নামের (৩৫) বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের গাবতল এলাকার এনডিই কোম্পানি লিমিটেডের রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, সড়কের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি গাড়ি দুর্ঘটনা নাকি হত্যা-তা এখন বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওদিকে, বাশঁখালীতে নিহত শফিউল আলম জিহাদী কক্সবাজারের পেকুয়া সিরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত নুরুল হুদার পুত্র। আহতরা হলেন— উপজেলার চেচুরিয়া ৬ নম্বর ওয়ার্ডের নাছির আহমদের কন্যা মারুফা আক্তার (৯) ও মো. ফোরকানের (৩৮) বাড়ি সরল ইউনিয়নে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চেচুরিয়া এস.কে.বি কমিউনিটি সেন্টারের দক্ষিণে খদুল্লা পাড়া রাস্তার মাথা এলাকায় একটি ছোট্ট মেয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতিতে আসা পেকুয়া উপজেলা থেকে চট্টগ্রাম শহরমুখী একটি সিএনজিচালিতঅটোরিকশা হঠাৎ থামার চেষ্টার চালালে সেটি উল্টে খাদে পড়ে যায়।

স্থানীয়রা উদ্ধার করে আহতদের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউল আলম জিহাদীকে মৃত ঘোষণা করেন। এ সময় গুরুতর আহত চেচুরিয়া ৬ নম্বর ওয়ার্ডের নাছির আহমদের কন্যা মারুফা আক্তারকে চট্টগ্রাম চমেক কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহত মো. ফোরকান কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. হিরক কুমার পাল ও ডা. সাবরিনা ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত ২ জনের একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আশঙ্কাজনক হওয়ায় শিশুকন্যাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম বলেন, ‘নিহত শফিউল আলমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।’

(জেজে/এএস/জুলাই ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test