E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নগরকান্দায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টামী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

২০২৩ সেপ্টেম্বর ০৬ ১৯:০২:২১
নগরকান্দায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মষ্টামী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

নগরকান্দা প্রতিনিধি : দ্বাপর যুগের সন্ধিক্ষণে আবির্ভূত ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ।

ফরিদপুরের নগরকান্দায় কেন্দ্রীয় কালি মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নগরকান্দা শাখার আয়োজনে অবতারের অবতারী মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী।

হিন্দু শাস্ত্র অনুযায়ী, আজ থেকে প্রায় সাড়ে ৫ হাজার ২ দুইশত ৪৯ বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।

পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তাদের মহাবতার এই দিনে পৃথিবীতে আগমন করেছিলেন। পাশবিক শক্তি যখন সত্য, সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই অসুন্দরকে দমন করে জাতিকে রক্ষা এবং শুভশক্তিকে প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।

কেন্দ্রীয় কালি মন্দির থেকে একটি র‍্যালি বের হয়ে নগরকান্দা উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এসময় ১২ টি বিশ্ব মতুয়া সংঘের দলে এতে যোগ দেন।

উপজেলার কেন্দ্রীয় কালী মন্দির ও পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফরিদপুর ২ আসনের এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, নগরকান্দা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গৌতম ত্রিবেদী, তরুণ পোদ্দার ,সুশান্ত দোস্তিদার সহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এর সময় উপস্থিত ছিলেন।

এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু বলেন "ধর্ম যার যার, উৎসব সবার" সনাতন সম্প্রদায়দের মিলেমিশে ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করার আহ্বান জানান।পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চান।

(পিবি/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test