E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সালথায় আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত

২০২৩ সেপ্টেম্বর ০৮ ১৩:৫৮:১০
সালথায় আন্তর্জা‌তিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত

সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধি : "প‌রিবর্তনশীল ও সমাজ গঠ‌নে সাক্ষরতার প্রশার" এই প্রতিপাদ‌্য বিষয়কে সামনে রেখে  ফরিদপুরের সালথায় আন্তার্জা‌তিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অ‌ফিসার মো. আ‌নিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছি‌লেন, উপজেলা শিক্ষা অ‌ফিসার মোঃ আ‌তিকুর রহমান, উপ-সহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, আটঘর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান শ‌হিদুল হাাসন খান সোহাগ, গট্টি ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান হা‌বিবুর রহমান লাবলু, বীর মু‌ক্তি‌যোদ্ধা বেলা‌য়েত হো‌সেন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আ. হা‌লিম, উপজেলা প্রাথ‌মিক শিক্ষক স‌মি‌তির সভাপ‌তি মাইনুল ইসলাম প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি বা দেশ উন্নতি সাধন করতে পারেনা। যে জাতি যত উন্নত সে জাতি তত শিক্ষিত। তাই শিক্ষা ক্ষেত্রে দেশকে এগিয়ে নেয়ার জন্য ও নিরক্ষরমুক্ত দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে টিএলএম কর্মসূচি ঘোষণা করেছিলেন এবং জনমানুষের সুবিধার জন্য স্বল্পমূল্যে মোবাইল ফোন তুলে দিয়ে ছিলেন। শিক্ষার মানোন্নয়নে শিক্ষাবিদদের ভূমিকার গুরুত্বারোপ করেন। নতুন উদ্যমে স্বাক্ষর জ্ঞানহীনদের উদ্বুদ্ধ করতে গ্রামগঞ্জে এই আন্দোলন ছড়িয়ে দিতে হবে।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উপজেলা প্রথ‌মিক শিক্ষক স‌মি‌তির সাধারণ সম্পাদক মো. জা‌হিদুর রহমান।

(এএনএইচ/এএস/সেপ্টেম্বর ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test