E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার বিদায় সংবর্ধনা

২০২৩ সেপ্টেম্বর ১৯ ১৬:০৯:৩৬
সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান মিয়ার বিদায় সংবর্ধনা

কেন্দুয়া প্রতিনিধি : হৃদয়ের গভীর ভালোবাসা ও পরম মমতায় ঐতিহ্যবাহী সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: শাহজান মিয়ার অশ্রু সিক্ত বিদায় সংবর্ধনা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা লিপিকা ব্যানার্জির সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ত করেন, তেতুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক মো: রহিছ উদ্দিন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনামুল কবির খান। সংবর্ধনা অনুষ্ঠানে মো: শাহজাহান মিয়ার কর্মময় জীবনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া আক্তার, আহসান উল্লাহ, ওমি আক্তার, সোমাইয়া আক্তার, মীম আক্তার ও শাহজাহান মিয়ার ছেলে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আবু সালেহ আল-নাঈম।

এছাড়া শাহজাহান মিয়ার বর্ণাঢ্য কর্মময় জীবনের সফলতার কথা উচ্চারণ করে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সহসভাপতি ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি জেষ্ট সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভুঞা, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: দিদারুল ইসলাম, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক মো: হাদিস উদ্দিন, মামুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমদাদুল হক খান শাহিন, সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের অবঃ শিক্ষক মো: হাদিছ উদ্দিন ভুঞা, গণ্যমান্য ব্যাক্তি মো: মজিবুর রহমান, সঞ্জুর রহমান, শাহাবুব রাব্বানী খোকন, বিদায়ী শিক্ষক মো: শাহজাহান মিয়া। আলোচনা শেষে বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্র/ছাত্রীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাতে উপহার তুলে দেওয়া হয়।

এছাড়া শিক্ষাবিদ আব্দুর রহমান, সাজিউড়া উচ্চ বিদ্যালয়, নতুন বিদ্যা-নিকেতন ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী শিক্ষকের হাতে বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। বিদায়ী শিক্ষক মো: শাহজাহান মিয়া কান্না জড়িত কন্ঠে শিক্ষর্থীতের উদ্যেশে বলেন, তোমাদের সকলকে আগে ভালো মানুষ হতে হবে তারপর শিক্ষা। শিক্ষা নিয়ে এগিয়ে যাবে।

(এসবি/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test