E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে কলেজ শিক্ষককে পিটিয়ে জবাই করতে অফিসে নিলো পরিবহন শ্রমিকরা

২০২৩ নভেম্বর ১৮ ১৯:১৪:১৫
যশোরে কলেজ শিক্ষককে পিটিয়ে জবাই করতে অফিসে নিলো পরিবহন শ্রমিকরা

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের চৌগাছায় বাসের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ আহত হয়। তাকে উদ্ধারের পর বাস ও আহতের ছবি তোলায় এক কলেজ শিক্ষককে বেদম পিটিয়ে জখম করেছে বাস শ্রমিকরা। পিটিয়ে তাকে টানতে টানতে শ্রমিক ইউনিয়নের অফিসে নিয়ে যায়। এ সময় ঔই কলেজ শিক্ষককে জবাই করা হবে বলে টানা হেঁচড়া চলে। তার পকেটে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চৌগাছা উপজেলা শহরের যশোর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুল মাজিদ (৪৩) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি চৌগাছা উপজেলার এবিসিডি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন আবদুল মাজিদ বলেন, শনিবার সকালে চৌগাছা শহরের বিশ্বজিৎ স্যানিটারিতে মালামাল কিনতে যান। এসময় পাশেই হাসিব ইলেকট্রনিক্সের সামনে লোকজনের জটলা দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখেন (যশোর-ব ১১-০২০৫) নম্বরের বাসের ধাক্কায় একজন বৃদ্ধ পড়ে গেছেন। বাসের চাকা তার এক পায়ের উপর চাপা রয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় ওই বৃদ্ধকে ভ্যানে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। এসময় তিনি ওই বৃদ্ধের দুটি ও বাসের একটি ছবি তোলেন। কিছুক্ষণ পর সেখান থেকে চলে আসেন বিশ্বজিৎ স্যানিটারিতে। সেখানে অবস্থানকালে বাসপরিবহন শ্রমিক সোহাগের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করেন। সেসময় তাকে বেদম মারপিট করা হয়।

একপর্যায়ে তাকে ভ্যানে করে বাস মালিক সমিতির অফিসে নেয়া হয়। সেখানে নিয়েও মারপিট করা হয়। একপর্যায়ে আলমগীর নামে এক ব্যক্তি এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তার পকেটে থাকায় নগদ এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। আবদুল মাজিদকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তিনি বর্তমানে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, আবদুল মাজিদের হাত ও পায়ের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করা হয়েছে। তাকে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ঘটনা শুনেছি। কাল আমাদের সভা আছে। সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, শিক্ষককে মারপিটের বিষয়টি অবহিত নই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

(এসএ/এসপি/নভেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test