E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে আ.লীগের দলীয় মনোনয়ন যুদ্ধে নারী নেত্রীরা পিছিয়ে

২০২৩ নভেম্বর ২২ ১৭:১৪:৪১
যশোরে আ.লীগের দলীয় মনোনয়ন যুদ্ধে নারী নেত্রীরা পিছিয়ে

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : এবার জাতীয় সংসদ নির্বাচনে যশোর থেকে মনোনয়ন যুদ্ধে নারী নেত্রীরা পিছিয়ে পড়েছে। ব্রিটিশ ভারতের সুপ্রাচীন জেলা যশোর থেকে গত দুই দিনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন ৬৯ জন সম্ভাব্য প্রার্থী। এদের মধ্যে ৪ আসনে মাত্র ৫ জন সম্ভাব্য নারী প্রার্থী রয়েছে। তারা হলেন, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসন থেকে জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুনাহার নাজনীন সোনালী ও সাবিনা রহমান খান, যশোর-৪ (বাঘারপাড়া -অভয়নগর) আসন থেকে মাহমুদা জামান, যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে মনিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম ও যশোর-৬ (কেশবপুর)আসন থেকে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের কন্যা নওরিন সাদেক।

দেশের সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার, সুযোগ সুবিধা থাকার কথা থাকলেও রাজনীতির দৌঁড়ে নারীরা পিছিয়ে পড়ছে। এর কারণ হিসাবে অনেক প্রার্থী দায়ি করছেন পুরুষ শাষিত সমাজ ব্যবস্থাকে। তাদের দাবি কৌশলে নারীদের পিছিয়ে রাখা হচ্ছে। তাছাড়া নারীরা অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ না হওয়াতে পুরুষের পাশাপাশি সমান ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন না।

এই বিষয়ে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশি মঞ্জুনাহার নাজনীন সোনালী বলেন, এখন নারী ভোটারের সংখ্যা বেশি। তাছাড়া নারীরা সমান ভাবে সকল কাজে অংশগ্রহণ করছে। তবে, ভোট যুদ্ধে নারীরা কিছুটা পিছিয়ে থাকার কারণ পুরুষ নেতৃত্বের সহযোগিতা ও অর্থনৈতিক বাঁধা। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি শতভাগ আশাবাদি।

যশোর-৫(মনিরামপুর) আসনের সম্ভাব্য প্রার্থী নাজমা খানম বলেন, নারীদের পিছিয়ে রাখার প্রথা পুরাতন। তবে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়ার পর নারীরা সমান তালে এগিয়ে যাচ্ছে। একজন নারীকে মনোনয়ন দিলে, কাজের সুযোগ করে দিলে তার দ্বারা অনিয়ম হওয়ার সম্ভাবনা কম।

তবে, দলের বিভিন্ন স্তরের কমিটিতে সাংগাঠনিক ভাবে ৩০ শতাংশ নারী রাখার কথা থাকলেও সেটা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয় নি। তেমনি নেতৃত্বের ক্ষেত্রে সুযোগ না পাওয়ায় নারীরা পিছিয়ে পড়ছে। তাছাড়া সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নারীদের প্রার্ধনা কম দেওয়া হয়। তারপরও দলের সভানেত্রী যেহেতু একজন নারী সেই কারণে ব্যক্তিগত ভাবে নারীরা দলীয় মনোনয়ন শতভাগ প্রত্যাশা করছেন।

যশোরে ৫ জন নারী নেত্রী ছাড়াও ৬৪ জন সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছেন। তারা হলেন, যশোর-১ আসনে শেখ আফিল উদ্দিন, শাহাজাহান আলী গোলদার, নবী নওয়াজ মোঃ মুজিবুদ্দৌলা সরদার কনক, আশরাফুল আলম, নাজমুল হাসান। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, মোস্তফা আশীষ ইসলাম, মনিরুল ইসলাম, গিলবার্ট নির্মল বিশ্বাস, কামাল হোসেন বিশ্বাস, হারুন অর রশিদ, আসাদুজ্জামান, মঞ্জুনাহার নাজনীন সোনালী, আব্দুস সালাম, নাসির উদ্দিন, মনিরুল ইসলাম, তৌহিদুজ্জামান, এসএম হাবিবুর রহমান, এবিএম আহসানুল হক, আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন, মোস্তফা আনোয়ার পাশা। যশোর-৩(সদর) বর্তমান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সহসভাপতি মোবাম্বের হোসেন, যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য রনজিৎ কুমার রায়, শহিদুল ইসলাম মিলন, আরশাদ পারভেজ, মোহিত কুমার নাথ, সন্তোষ কুমার অধিকারী, এসএম আশরাফুল কবীর, রবিন অধিকারী, সরদার অলিয়ার রহমান, নিকুঞ্জ বিহারী গোলদার, শাহ ফরিদ জাহাঙ্গীর, আলমগীর হোসেন রাজীব, শেখ আব্দুল ওহাব, সোলোয়মান হোসেন বিশ্বাস, এনামুল হক বাবুল। যশোর-৫ (মনিরামপুর) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, শহিদুল ইসলাম মিলন, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ফারুক হোসেন, হুমায়ুন সুলতান, নাজমা খানম, লেখক ভট্টাচার্য্য, নিতাই কুমার বৈরাগী, এসএম ইয়াকুব আলী, আমজাদ হোসেন লাভলু, সুশান্ত কুমার মন্ডল, কামরুল হাসান বারী, জয়দেব নন্দী এবং যশোর-৬ (কেশবপুর) আসনে বর্তমান এমপি শাহীন চাকলাদার, এইচএম আমির হোসেন, কাজী রফিকুল ইসলাম, শেখ আব্দুর রফিক, এসএম এবাদত সিদ্দিক বিপুল, নওরীন সাদেক, হোসাইন মোহাম্মদ ইসলাম, তাপস কুমার দাশ, আজিজুল ইসলাম, প্রশান্ত বিশ্বাস।

(এসএ/এসপি/নভেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test