E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত ৫, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন 

২০২৩ নভেম্বর ২৫ ১৭:৫৪:২৯
জামালপুরে সন্ত্রাসী হামলায় নারীসহ আহত ৫, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর পৌর শহরের ফুলবাড়িয়ার শান্তিবাগে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় নারীসহ পাঁচজন আহতের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের একটি মিডিয়া হাউজে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার এ দাবি জানায়। এর আগের দিন শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলার শিকার হয় ওই পরিবারটি।

হামলায় নারীসহ ৫ জন আহত হয়েছে। এ সময় মোবাইল ও গলার স্বর্ণের চেইন লুটপাটের ঘটনাও ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ। ওইদিনই ভুক্তভোগী পরিবারের মতিউর রহমান স্বপন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আহতরা হলেন- ফুলবাড়িয়া শান্তিবাগ এলাকার মোবারক হোসেন, তার স্ত্রী ফুলমতি বেগম, ছেলে মতিউর রহমান স্বপন, মেয়ে মাহবুবা মনি ও স্বপনের স্ত্রী শাহিনুর আক্তার। আহতরা জামালপুর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংবাদ সম্মেলনে আহত মতিউর রহমান স্বপন জানান- প্রতিবেশী সিরাজুল ইসলাম বাবুলের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। সিরাজুল ইসলাম বাবুল আমার মেজো চাচা তহুর আলীর কাছ থেকে ১৯৯৪ সালে ৫শতাংশ জমি কিনেন। তিনি সরেজমিনে জমি বুঝে নিয়ে সেখানে অপরিকল্পিতভাবে বহুতল ভবন তৈরি করে বসবাস করছেন। গত ৬ আগস্ট হঠাৎ করেই তিনি আমাদের পৈত্রিক জমির ওপর দিয়ে তার বাসার বাথরুমের পাইপ নেয়ার চেষ্টা করেন। বিষয়টি নিয়ে জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হকসহ এলাকাবাসী সিরাজুল ইসলাম বাবুলকে দেড় ফুট ভেঙে দেওয়ার মৌখিক সিদ্ধান্ত দেন। ওই সিদ্ধান্ত অমান্য করে বাবুল ও তার ছেলেরা স্বপনকে মারতে আসেন। এতে ভেস্তে যায় সেই দিনের বৈঠকটি। এ ঘটনায় আদালতে একটি মামলা চলছে।

স্বপন আরো জানান- শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে আবারো বিরোধপূর্ণ জমির ওপর দিয়ে পাইপ নেয়ার চেষ্টা করেন অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বাবুল। এ সময় তার সাথে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য সুরুজ্জামানসহ ১০ থেকে ১৫জন বহিরাগত ছিলেন। তাদের সাথে কথা বলার এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে স্বপনের পরিবারে লোকজনের ওপর হামলা চালান বাবুল ও তার লোকজন। তারা আমাকে পিটিয়ে রাস্তায় ফেলে বেদম মারধর করেন। এ ঘটনায় আমরা পাঁচজন আহত হই। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে আমাদের উদ্ধার করে। আমরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করি। এ ঘটনায় ওইদিনই সদর থানায় সিরাজুল ইসলাম বাবুলসহ ৯ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্বপন বলেন- “আমার এবং আমার পরিবারের ওপর হামলার বিচার চাই। আমরা এখনো প্রাণভয়ে আছি। তারা যে কোনো সময় আবার হামলা করতে পারে। আমরা আমাদের নিরাপত্তা চাই।”

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে সিরাজুল ইসলাম বাবুল বলেন- “মিথ্যা ঘটনায় স্বপন অভিযোগ দিয়েছেন। এখানে আমি ও আমার স্ত্রী বসবাস করি। আমি সন্ত্রাসী বাহিনী কোথায় পাবো? এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।”

জড়িত থাকার অভিযোগের বিষয়ে জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক সুরুজ্জামান বলেন, 'আমি এ ঘটনার সাথে জড়িত নই। কারো ওপর হামলা চালাইনি। ঘটনাস্থলে ছিলাম, উভয়পক্ষকে শান্ত করতে চেয়েছি।'

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন- “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

(আরআর/এসপি/নভেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test