E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জামালপুরে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০২৩ ডিসেম্বর ১২ ১৯:৫৮:২১
জামালপুরে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে “শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি” প্রতিপাদ্যে মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ অফিসার্স ক্লাব মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর মোটর ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল কবির, জামালপুর পিবিআইয়ের পুলিশ সুপার এস. এম. সালেহ উদ্দিন, জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান প্রমুখ।

পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, আবহমান গ্রামবাংলার ঐতিহ্যমণ্ডিত খেলা কাবাডি। এটি বাংলাদেশের জাতীয় খেলাও। সাধারণত বিশেষ উৎসব বা পালা-পার্বণে বেশ আড়ম্বরপূর্ণ ভাবে কাবাডি খেলার আয়োজন করা হয়। তবে বর্তমানে এই খেলা প্রায় বিলুপ্তির পথে। বাংলাদেশ পুলিশের উদ্যোগে এ ঐতিহ্যবাহী খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে প্রত্যেক জেলায় জেলা পুলিশের উদ্যোগে 'মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০২৩' এর আয়োজন করা হয়।

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খোন্দকার নজমুল হাসান পিপিএম (বার) বলেন, ‘‘কাবাডি আমাদের জাতীয় খেলা। গ্রামগঞ্জের যেখানেই যাই কাবাডি খেলা দেখতে পাই। অতি আনন্দের সঙ্গে বলতে চাই, এ খেলাটি পরিচালনায় বেশিরভাগ সদস্য পুলিশ কর্মকর্তা। পুলিশ ব্যবস্থাপনায় বাংলাদেশ কাবাডি খেলায় এগিয়ে যাচ্ছে।

খেলায় সাত উপজেলার ৮টি পুরুষ দল এবং ৮টি মহিলা দল অংশগ্রহণ করেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/ডিসেম্বর ১২, ২০২৩)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test