E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শান্তিপূর্ণ পরিবেশে নীলফামারীতে চলছে ভোট গ্রহণ, বাড়ছে উপস্থিতি

২০২৪ জানুয়ারি ০৭ ১০:৫৭:৪১
শান্তিপূর্ণ পরিবেশে নীলফামারীতে চলছে ভোট গ্রহণ, বাড়ছে উপস্থিতি

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : ভোর থেকে কুয়াশার চাদরে ঢেকে ছিল নীলফামারীর জনজীবন। বেলা বাড়ার সাথে সাথে চারদিক থেকে কুয়াশা সরে গিয়ে আলো ঝলমল করে উঠলে ভোটার উপস্থিতিও বাড়তে থাকে।  

নীলফামারী শহরের আলিয়া মাদ্রাসা ভোট কেন্দ্র সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নীলফামারী-২ আসনের এই কেন্দ্রটি স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের বাস ভবন পায়ে হাঁটা পথ। ১২ জন আনসার ও এক জন পুলিশ সদস্য এই কেন্দ্রের দ্বায়িত্বে নিয়োজিত আছে। মোট ভোটার এই কেন্দ্রে ২৮৩৭ জন। ৬টি বুথে আট জন পুরুষ ও ৪ জন মহিলা আনসার সদস্য নিয়োজিত আছেন।

নারী-পুরুষ একে একে এসে কেন্দ্রটিতে ভোট দিচ্ছেন সকাল থেকেই। সকাল থেকেই যারা ভোট দিচ্ছেন, তাদের মধ্যে নারী ভোটারের সংখ্যাই বেশি।

(ওকে/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test