E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নীলফামারীর চারটি আসনে বিজয়ী আফতাব-নূর-পাভেল ও সিদ্দিক

২০২৪ জানুয়ারি ০৮ ১৫:৫৪:৪৭
নীলফামারীর চারটি আসনে বিজয়ী আফতাব-নূর-পাভেল ও সিদ্দিক

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি সংসদীয় আসনের দুটিতে বরাবরের মতো নৌকা, একটিতে যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী ও অন্যটিতে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থীর বিজয় হয়েছে। এর মধ্যে নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আবারও আফতাব উদ্দিন সরকার (নৌকা), নীলফামারী-০২ (সদর) আসনে টানা ৫ম বারের মত আসাদুজ্জামান নূর (নৌকা), নীলফামারী-৩ (জলঢাকা) আসনের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল (কাচি) ও নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) রাতে ভোট গগনা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষনা করেন।

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে আবারও বিজয় লাভ করে নৌকা প্রতীকের আফতাব উদ্দিন সরকার। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৯০২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী তছলিম উদ্দিন (লাঙল) পান ২৪ হাজার ৬৬১। এছাড়াও জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী (নোঙর) পান ১৩ হাজার ২১৭ ভোট।

নীলফামারী-২ (সদর) আসনে টানা পঞ্চমবারের মত বিজয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী আসাদুজ্জামান নুর। তিনি ভোট পান ১ লাখ ১৯ হাজার ৩৩৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন (ট্রাক) পান ১৫ হাজার ৬৮৪ ভোট। এছাড়াও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শাহজাহান আলী চৌধুরী (লাঙল) পান ৩ হাজার ৮৪৩ ভোট।

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল (কাচি)। তিনি ভোট পান ৩৯ হাজার ৩২১ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানা (ঈগল) পান ২৫ হাজার ২০৫ ভোট। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল (লাঙল) পান ১০ হাজার ২২৮ ভোট।

নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে বিজয়ী হন জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক (কাঁচি)। তিনি ভোট পান ৬৯ হাজার ৯১৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী মোকছেদুল মোমিন ট্রাক পান ৪৫ হাজার ৩০১। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান (লাঙল) পান ৪১ হাজার ৩১৩ ভোট।

(ওকে/এসপি/জানুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test