E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুখে শিস বাঁজিয়ে বিশ্বের প্রথম রেকর্ডে উজ্জ্বল

২০২৪ ফেব্রুয়ারি ১৬ ১৫:২২:৫৮
মুখে শিস বাঁজিয়ে বিশ্বের প্রথম রেকর্ডে উজ্জ্বল

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ৫৭ সেকেন্ডে ৫৪ সেন্টিসেকেন্ডে সবচেয়ে বেশিবার শিসের মাধ্যমে বাংলা গানের বিভিন্ন সুর বাঁজিয়ে বিশ্বে প্রথম রেকর্ড করেছেন বরিশাল বিএম কলেজের প্রাক্তন ছাত্র কুমার কাকন উজ্জ্বল। ইতোমধ্যে তিনি ইন্টারন্যাশনাল বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তোলার কৃতিত্ব হিসেবে সনদপত্র হাতে পেয়েছেন।

হুইসেল ক্যাটাগরিতে পুরো বিশ্বে কুমার কাকন উজ্জ্বল-ই প্রথম ‘লংগেস্ট টাইম টু হুইসেল’ টাইটেলে রেকর্ডটি অর্জন করেছেন। ঝালকাঠি পৌর এলাকার সিটি পার্ক সড়কের বাসিন্দা ও ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা উত্তম কুমার রায় ও আইনজীবী শিউলি রানী রায়ের এক ছেলে ও এক মেয়ের মধ্যে কাকন বড়।

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে ২০১৮ সালে এইচএসসি পাশ করেন কাকন। ২০২২ সালে ভারত সরকারের অধীনে স্টাডি ইন ইন্ডিয়া (এসআইআই) স্কলারশিপ বিষয়ে ফুল-ফ্রি নিয়ে ব্যাঙ্গালুরের জেইন ইউনিভার্সিটি থেকে বায়োকেমিস্ট্রি জেনেটিক্স এন্ড বায়োটেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন কাকন। তিনি ভারতের বেঙ্গালুরে থেকে ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্তির জন্য ২০২২ সালে আবেদন করেন।
ইন্টারন্যাশনাল বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে ‘লংগেস্ট টাইম টু হুইসেল’ ক্যাটাগরিতে ভিডিও পাঠানোর পর চলতি বছরের ৬ জানুয়ারি তা গৃহীত হয়। পরে বিশ্বরেকর্ড গড়ার স্বীকৃতি পান বাংলাদেশী এ তরুণ।

কাকন বলেন শিস নিয়ে পথচলা শুরু হয় ২০১৮ সালে। যখন দেখছি মানুষ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করছে, পছন্দ করছে, তখনই এটা নিয়ে স্বপ্নটা বড় হতে থাকে। তখন থেকেই ইচ্ছে ছিল শিসের মাধ্যমে বাংলা গানকে পুরো বিশ্বের কাছে কিভাবে তুলে ধরা যায়।

তিনি আরও বলেন, যেহেতু ছোটবেলা থেকেই আমি মিউজিকের সাথে যুক্ত ছিলাম, তাই শিস (হুইসেল) আমার আয়ত্ব করতে খুব একটা কষ্ট করতে হয়নি। শুধু নিয়মিতভাবে প্রাকটিস করেছি। এখন আমি যেকোনো গান শুনে সাথে সাথে সেই গানের শিস বাঁজাতে পারি।

কাকন বলেন, সবথেকে বেশি ভালো লাগছে নিজের বাংলা ভাষার গানকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পেরে এবং সেই বাংলা গানে শিস বাঁজিয়ে প্রথম বিশ্ব রেকর্ডের স্বীকৃতিপত্র হাতে পেয়ে।

শিস বাঁজিয়ে বিশ্বরেকর্ড গড়ায় বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, শিস বাঁজিয়ে বাংলা গান গোটা বিশ্বের কাছে তুলে ধরার পাশাপাশি বিশ্বরেকর্ড গড়ার স্বীকৃতি অর্জন করায় আমাদের প্রাক্তন ছাত্র কুমার কাকন উজ্জ্বলকে নিয়ে আমরা গর্বিত।

(টিবি/এসপি/ফেব্রুয়ারি ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test