E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সন্ত্রাস ও মাদক বিরোধী মানববন্ধনে শিশু কিশোর

২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১৮:০৩:৪২
সন্ত্রাস ও মাদক বিরোধী মানববন্ধনে শিশু কিশোর

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে সদর উপজেলার সর্বস্তরের জনগণ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কিন্তু যশোর সদরের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হলেও সেখানে নেই সর্ব সাধারণ বা সমাজের সুশীল ব্যক্তিবর্গ। হাতে গোনা দুই এক জন বাদে সবই অপরিচিত উঠতি বয়সি শিশু কিশোর। যাদের অধিকাংশের বয়স ১২ থেকে ১৭ বছর। যারা মানববন্ধনের নূন্যতম শিষ্টাচার পর্যন্ত জানেন না। অথচ কোনো না কোনো মাধ্যমে এসে দাঁড়িয়েছে এই মানববন্ধনে। অধিকাংশ কিশোরকে দেখে মনে হচ্ছে যাদের বিরুদ্ধে মানববন্ধন করা হচ্ছে এরা তারাই নয় তো? হাতের ব্যাচলাইট, টিকটক স্টাইলের জুতা-প্যান্ট, গলার হার দেখে সহজেই অনুমান করা যায় উঠতি বয়সী এই শিশু কিশোরদের সম্পর্কে। মানববন্ধনে এসে তাদের সেলফি কাণ্ড, প্রাচীরের উপরে বসে পা দোলানো, হাসি, ঠাট্টা করা আর মানববন্ধন শেষে চায়ের দোকানে চা, বিড়ি, কলাতে ঝুঁকে পড়া দেখে অবাক হয়েছেন অনেকেই। যারা মানববন্ধনে এসেছেন তাদের দুই এক জন বাদে কারো নেই কোনো রাজনৈতিক কিংবা সামাজিক সংগঠনের পরিচয়।

মানববন্ধনের নেতৃত্ব দিতে দেখা গেছে আ'লীগ সমর্থিত আরিফুল ইসলাম হীরাকে। তিনি যশোর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরার ছেলে। মানববন্ধনে তিনি যশোরে চলমান পুলিশের শুদ্ধি অভিযানকে স্বাগতম জানান এবং বড় বড় গডফাদারদের বিচারের দাবি করেন। মাদক বহন বা সেবনের সাথে জড়িতদের সাথে সাথে মাদক, সন্ত্রাস কারবারিদের দ্রুত চিহ্নিত করে বিচারের দাবি করেন তিনি। এই মানববন্ধন আরও উপস্থিত ছিলেন, লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, প্রেসক্লাব যশোরের সামনে চলমান মানববন্ধনের সময় যশোর সদর উপজেলা আ'লীগের সভাপতি মুহিত কুমার নাথকে প্রেসক্লাবে অবস্থান করতে দেখা যায়। যিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ'লীগের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নৌকা প্রতীকের প্রার্থীর কাছে পরাজয় বরণ করেছিলেন।

(এসএ/এসপি/ফেব্রুয়ারি ১৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test