E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত 

২০২৪ মার্চ ১৭ ১৮:০৫:১৮
মহম্মপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর-১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে  বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

আজ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যূরালে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, থানা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা-সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির অন্যান্য উপাসনালয় বিশেষ প্রার্থনা। হাসপাতাল, থানা, হাজতী, দরিদ্র জনগোষ্ঠী ও এতিমখানায় উন্নত মানের খাবার ও মিষ্টি বিতরণ করা হয়।

ওই দিন সকালে উপজেলা পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্ব এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান, অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান, উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শারমিন আক্তার রুপালী প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামান। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

(বিএস/এসপি/মার্চ ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১২ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test