E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে তীব্র তাপমাত্রায় প্রাণীকূলের নাভীশ্বাস, দেখা মিলছেনা বন্যপ্রাণীর

২০২৪ মে ০১ ১৪:৩৫:৩৩
সুন্দরবনে তীব্র তাপমাত্রায় প্রাণীকূলের নাভীশ্বাস, দেখা মিলছেনা বন্যপ্রাণীর

বাগেরহাট প্রতিনিধি : অতি তীব্র তাপদাহের মধ্যে জনজীবনে যেখানে নেমে এসেছে স্থবিরতা, ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড সুন্দরবনে বন্যপ্রাণীদের নাভীশ্বাস উঠেছে। গত দুসপ্তাহ ধরে সুন্দরবনে দেখা মিলছেনা বাঘ, হরিণসহ ৩৭৫ সুন্দরবনে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৩০ এপ্রিল) এই ম্যানগ্রোভ বন সন্নিহিত বাগেরহাটের মোংলায় তাপমাত্র সর্বকালের রেকর্ড ভঙ্গ করে ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে।

জেলাজুড়ে বয়ে যাওয়া অতি তীব্র হিটওয়েভের মধ্যে মঙ্গলবার বিকাল ৩টায় ২০ মিনিটে মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এসময়ে বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ৩০ শতাংশ।

১৯৭৮ সালে মোংলা আবহাওয়া অফিস স্থাপনের পর চলতি ২০ এপ্রিল সর্বকালের সব্বোর্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। মাত্র ১০দিনের মধ্যে সে রেকর্ড ভঙ্গ করে মঙ্গলবার বিকালে তাপমাত্রার পারদ উঠে যায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। যা বাগেরহাট জেলার সর্বকালের সব্বোর্চ তাপমাত্রা। এমন পরিস্থিতিতে সুন্দবনের পর্যাটন স্পাটসহ নদী-খালের আশপাশে দেখা মিলছে না কোন ধরনের বন্যপ্রাণীর।

সুন্দরবন বিভাগ বলছে, প্রচন্ড গরমে সুন্দরবনের বন্যপ্রাণীরাও ভালো নেই। দিনের সুন্দরবনের প্রকৃতির পাহারাদার রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ অন্যান্য প্রাণীগুলো বনে গহীন অবস্থান করছে। বন অফিসগুলোর কাছেও আসছেনা না বন্যপ্রাণীরা। বনরক্ষীদের নিয়মিত টহলদলের চোঁখেও পড়ছে না কোন বন্যপ্রাণী। দিনের বেলায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের সেড থেকে বের হয়ে কোন হরিণ, কুমির, বিলুপ্ত প্রজাতির বাটাগুড় বাচকা কচ্ছপগুলোও খাবার খাচ্ছেনা।

বাগেরহাট পূর্ব সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, গত দুসপ্তাহ ধরে সুন্দরবনে তীব্র তাপদাহে বন্যপ্রাণীদের নাভীশ্বাস উঠেছে। এমন পরিস্থিতিতে বন অফিসগুলোর কাছেও আসছেনা না বন্যপ্রাণীরা। সুন্দবনের পর্যাটন স্পাটসহ নদী-খালের আশপাশেও বনরক্ষীরা দেখতে পাচ্ছেনা না কোন ধরনের বন্যপ্রাণী। রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ অন্যান্য প্রাণীগুলো বনে গহীন অবস্থান করছে। দিনের বেলায় করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের সেড থেকে বের হয়ে কোন হরিণ, কুমির, বিলুপ্ত প্রজাতির বাটাগুড় বাচকা কচ্ছপগুলোও খাবার খাচ্ছেনা। তীব্র তাপদাহ পরিস্থিতিতে সুন্দরবনের বণ্যপ্রাণী গহীন বনে অবস্থান করছে।

(এসএসএ/এএস/মে ০১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test