E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রত্যক্ষ সমর্থন বা ভোটের মাধ্যমে আওয়ামীলীগের কমিটি গঠনের দাবী

২০১৪ নভেম্বর ২০ ১৪:৩৮:৫৩
প্রত্যক্ষ সমর্থন বা ভোটের মাধ্যমে আওয়ামীলীগের কমিটি গঠনের দাবী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বৃহৎ উপজেলা মান্দায় আওয়ামীলীগের ইউনিয়ন কমিটিগুলো গঠনে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি, অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র বিরোধী পন্থা অবলম্বন করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

ক’দিন আগেই যারা জামায়াত ঘেঁষা বিএনপির রাজনীতিতে জড়িত থেকে আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে, এমন বিতর্কিত ব্যক্তিদের আওয়ামীলীগের নতুন কমিটির নেতৃত্বে ঠাঁই দেয়ায় দলের তৃণমুল নেতা-কর্মীদের মাঝে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

বৃহস্পতিবার উপজেলার ভারশোঁ ইউনিয়ন আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের মোট ৮৬ জন কাউন্সিলর স্বাক্ষরিত এবং ওই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ মোবারক আলী স্বাক্ষরিত পৃথক দু’টি অভিযোগপত্র নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বরাবর দেয়া হয়েছে। এছাড়াও সদয় পদক্ষেপ গ্রহনের দাবীতে অভিযোগপত্রের অনুলিপি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, রাজশাহীর সাবেক সিটি মেয়র এবং কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত নওগাঁ জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য রামজীবন মৈত্র বিপ্লুসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের বরাবর পাঠানো হয়েছে।

৮৬ কাউন্সিলর স্বাক্ষরিত অভিযোগে বলা হয়, জেলা কমিটির নির্দেশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত সদস্য রামজীবন মৈত্র ভারশোঁ ইউনিয়নে ১৬ নবেম্বর কাউন্সিল অধিবেশনে দিন ধার্য করেন। কিন্ত ১৫ নবেম্বর সকল কাউন্সিলরদের না ডেকে ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক মাত্র ১৮ জনকে মোবাইল ফোনে উপজেলা কার্যালয়ে ডেকে নিয়ে উপজেলা কমিটির সভাপতি-সম্পাদক তাদের ব্যক্তি স্বার্থে নিজেদের পছন্দের লোকদের সভাপতি-সম্পাদক করে নতুন কমিটি ঘোষনা করেন।

এতে হাতে গোনা কয়েক ব্যক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল তৃণমুল ত্যাগী নেতা-কর্মীদের মতামতকে উপেক্ষা করে সম্পূর্ণ ষড়যন্ত্রমুলকভাবে নীল নক্সার কমিটি গঠন করায় তারা হতাশ হয়ে পড়েছেন। শুধু তাই নয়। এমন ঘটনায় মান্দা উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে চরম অস্থিরতা, উত্তেজনা ও অসন্তোষ বিরাজ করছে। এমতাবস্থায় গঠনতন্ত্র পরিপন্থি, অগনতান্ত্রিক, নীল নক্সার ও প্রহসনের এই কমিটি বাতিল করে দলের গঠনতন্ত্র অনুসারে গনতান্ত্রিক পদ্ধতিতে সকল কাউন্সিলরদের মতামত সাপেক্ষে অথবা ভোটের মাধ্যমে ভারশোঁ ইউনিয়নসহ উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের নয়া কমিটি গঠন করার জন্য আওয়ামীলীগের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



(বিএম/এসসি/নভেম্বর২০,২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test