E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিংড়ায় হাসপাতাল ভাংচুরের অভিযোগে শ্রমিকলীগ নেতা আটক

২০১৪ ডিসেম্বর ১৮ ১৮:৫৮:৩৭
সিংড়ায় হাসপাতাল ভাংচুরের অভিযোগে শ্রমিকলীগ নেতা আটক

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে সিংড়া থানা পুলিশ।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শ্রমিকলীগের সভাপতি ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাতাল অবস্থায় হাসপাতালে প্রবেশ করে পেসার পরিমাপের জন্য কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এসময় সিংড়া পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এ খবর পেয়ে জাহাঙ্গীরের পুত্র রাকিবের নেতৃত্বে ২০-২৫জনের একটি দল হাসপাতালের জরুরী বিভাগে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। আতংক ছড়িয়ে পড়লে ডাক্তার ও নার্সরা জীবন বাঁচানোর জন্য ছুটাছুটি করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে থানা প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সে, পরিবারের কোন সদস্যের দ্বারা ভবিষ্যতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হলে সে দায়ী বা আইনানুগ যেকোন সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকিবে এই মুচলেকা ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে জাহাঙ্গীরকে ছেড়ে দেয়া হয়।

(এএআর/অ/ডিসেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test