E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগর থেকে ১৫ জলদস্যু আটক

২০১৫ জানুয়ারি ০১ ১৮:৫৮:২২
বঙ্গোপসাগর থেকে ১৫ জলদস্যু আটক

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে ৪০ কিলোমিটার পূর্বদক্ষিণে বঙ্গোপসাগরের টেকদিয়া নামক স্থান থেকে গত বুধবার রাতে একটি মাছ ধরা ট্রলারসহ ১৫ জলদস্যুকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড। বুধবার রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দস্যুরা হলেন- ট্রলারের মাঝি সরদার আবুল বাশার মোল্লা (৪০), মো. ইব্রাহীম (২৫), মো. মনজুর আলম (৫৫), লক্ষণ দাস (৬০), মো. সিদ্দিক (৩৫), মো.জুন্নু (১৭), মো. আহাদ (৩৫), মো. মুরাদ (৩৭), মো. নজরুল ইসলাম (৩০), মো. নুরন নবী (৩০), মো. বশির (২৭), মো. ওয়াসিম (২৮), মো. হামিদ আলী (৫০), মো. ফারুক (২২) ও মো. নেছারুল হক (৪৭)। আটক দস্যুদের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন স্থানে বলে জানা গেছে।

পাথরঘাটা স্টেশন কমান্ডার এ এম রাহাতউজ্জামান বলেন, বুধবার রাতে বঙ্গোপসাগওে টহলরত অবস্থায় এফ বি মা নামের একটি ট্রলারে মোবাইলের মাধ্যমে ডাকাতির খবর জানতে পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে দেশীয় অস্রসহ জেলেদের সহযোগীতায় জলদস্যুদের আটক করা হয়। এফবি আল মক্কা ফিসিং নামের জলদস্যুদের ব্যবহৃত ট্ররারের মালিক চট্রগ্রামের বাশখালীর জনকৈ আবদুর রহীম বলে কোষ্টগার্ড জানান। জলদস্যু সরদার আবুল বাশারের বাড়ী বরগুনার সদর উপজেলার নলটোনা গ্রামে। সে একাধিক হত্যা মামলার আসামী বলে কোষ্টগার্ড জানায়। অন্যান্য জলদস্যুদের বাড়ী চট্র্গ্রামের বিভিন্ন এলাকায় , ভোলা এবং পটুয়াখালী বলে জানাগেছে। আটক কৃত জলদস্যুদের পাথরঘাটা থানায় সোর্পদ করা হয়েছে।

(এমএইচ/পি/জানুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test