E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে শিবিরের দৌড় মিছিলে পুলিশের ধাওয়া

২০১৫ জানুয়ারি ২০ ১৬:৫২:৫৬
রায়পুরে শিবিরের দৌড় মিছিলে পুলিশের ধাওয়া

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মঙ্গলবার বিকেলে শিবিরের দৌড় মিছিলে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উশৃংখল শিবিরের সশস্ত্র কর্মীরা আলীয়া কামিল মাদ্রাসা সংলগ্ন রায়পুর-ফরিদগঞ্জ ষ্টান্ডে দাড়িয়ে থাকা ১২টি অটো রিক্স্র ভাংচুর করে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, পৌর শহরের উত্তর মাথা থেকে বিকেল ৪টার দিকে ছঅত্র শিবিরের নেতা মো. পরান হোসেনের নেতৃত্বে ২০-২৫জন কর্মী হঠাৎ সংগঠিত হয়ে দৌড় মিছিল বের করে। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে আলীয়া কামিল মাদ্রাসায় গিয়ে আশ্রয় নেয়। পরে রায়পুর-ফরিদগঞ্জ ষ্টান্ডে দাড়িয়ে থাকা ১২টি অটোরিক্সা ভাংচুর করে আবার পালিয়ে যায়। ঘটনার পর থেকে সড়কের বিভিন্ন স্থানে টহলে রয়েছে।

যোগাযোগ করলে শিবির নেতা পরান বলেন, আমরা শান্তি পূর্ণভাবে মিছিল করছিলাম। কিন্তু পুলিশ বিনা উস্কানিতে আমাদের মিলে হামলা করে ছত্রভঙ্গ করে দেয়। তবে কেবা কারা অটো রিক্সা ভাংচুর করেছে তা আমরা জানি না।

রায়পুর থানার উপ-পরিদর্শক মো. ফোরকান জানান, অবরোধের নামে কেউ বিশৃখলা করলে কাউকে ছঅড় দেয়া হবে না।

(পিকেআর/এএস/জানুয়ারি ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test