E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে  এইডস বিষয়ে সাংবাদিকদের সভা

২০১৫ জানুয়ারি ২৮ ১৪:৪৩:৫৭
বাগেরহাটে  এইডস বিষয়ে সাংবাদিকদের সভা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে এইচআইভি এইডস সক্রামন বিষয়ে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বাগেরহাট রেলরোডস্থ সেচ্ছাসেবী সংগঠন কেএমএসএসের কার্যালয়ে বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এ্যাড. মোঃ মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কেএমএসএসের খুলনা বিভাগীয় কর্মকর্তা মোসাদ্দেক বারী, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল করিম, সাবেক সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, নীহার রঞ্জন সাহা, বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, মোঃ আলী আকবর টুটুল,এসএম জাকারিয়া মাহামুদ, রবিউল ইসলাম, আবু সাঈদ, ইসরাত জাহান ও বাগেরহাট ডিআইসি ম্যানেজার আশরাফুর জামান, কাউন্সিলর জাহিদুজ্জামান প্রমূখ।
সভায় বাগেরহাট জেলায় ২০১৪ সালে এইচআইভি এইডস সম্পর্কে সচেতনতা মূলক বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরা হয়। কর্মকর্তারা বলেন, বাগেরহাটে যৌনপল্লীতে এক যৌনকর্মী এইচআইভিতে আক্রান্ত হয়। ওই যৌনকর্মীর বাচ্চাটি ভূমিষ্ট হওয়ার পর মারা যায়। এ বিষয়ে অন্যদের শরীরেও এইচআইভি সক্রমন হয়েছে কিনা সে বিষয়ে আরও পরিক্ষা-নিরিক্ষা করার জন্য আহবান জানানো হয়।
(একে/পিবি/জানুয়ারি ২৮,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test