E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে গরু ব্যবসায়ী আটক

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ১৭:০৪:৫০
নওগাঁ সীমান্তে বিএসএফের হাতে গরু ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি : মাত্র ৪৮ঘন্টার ব্যবধানে মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে নওগাঁর সাপাহার সীমান্তে আবারো এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ। ঘটনাটি ঘটেছে উপজেলার পাতাড়ী সীমান্তের ২৪২ নং মেইন পিলারের ১০ আর এলাকায়।

জানা গেছে, অন্যান্য দিনের মত ওই দিনও একদল গরুব্যবসায়ী ওই এলাকা দিয়ে ভারত ভূখন্ডে চোরাই পথে গরু আনতে যায়। এসময় ভারতের রাঙ্গামাটি ৮২বিএসএফ ক্যাম্পের টহলরত জোয়ানরা গরু ব্যবসায়ীদের ধাওয়া করলে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও উপজেলার দক্ষিনপাতাড়ী গ্রামের মৃত ইসরাইলের পুত্র মোঃ ইউসুফ আলী (৩৫) তাদের হাতে ধরা পড়ে। এ বিষয়ে আদাতলা বিজিবি ক্যাম্পের পক্ষথেকে বাংলাদেশী আটক ওই গরু ব্যবসায়ীকে ফেরত চেয়ে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠানের জন্য রাঙ্গামাটি বিএসএফ ক্যাম্পে পত্র পাঠালে বিএসএফ পতাকা বৈঠকে বসতে অসম্মতি জানিয়ে পত্রের প্রতি উত্তর জানিয়েছে এবং শেষ পর্যন্ত দুপুর ১২টা পর্যন্ত অপেক্ষা করেও আটক গরু ব্যবসায়ী ইউসুফ আলীকে ফেরত আনতে না পেরে আদাতলা বিজিবি ক্যাম্পের জোয়ানরা ক্যাম্পে ফিরে এসেছে বলে বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আবুল বাসার জানিয়েছেন। উল্লেখ্য গত রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে একই সীমান্ত এলাকার ভারতীয় নাইওরকুড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যদের হাতে উত্তর পাতাড়ী গ্রামের আবু বক্করের পুত্র মোবারক হোসেন আটক হয়।
(বিএম/পিবি/ফেব্রুয়ারি ৪,২০১৫)




















পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test