E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি 

২০১৫ মে ১৯ ২০:৫৩:২৩
বাগেরহাটে হত্যা মামলায় ৪ জনের ফাঁসি 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে চাঞ্চল্যকর চিংড়ি ঘের ব্যবসায়ী সারোয়ার হত্যা মামলায় ৪ জনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বিকালে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালত-২ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ রায় প্রদান করেন।

মৃত্যুদন্ড প্রাপ্তরা হল, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা এলাকার বাবুল খা, হাবিবুর রহমান হাওলাদার, আল আমিন হাওলাদার ও বেলাল হোসেন হাওলাদার। মৃত্যুদন্ড প্রাপ্ত ৪ জনই পলাতক রয়েছে। যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত হারুন শেখকে একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ প্রদান করা হয়। এই মামলার অভিযোগ থেকে অন্য ৬ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৬ সালের ২০ ফেব্রুয়ারি রাতে মোড়েলগঞ্জের উত্তর ফুলহাতা গ্রামের চিংড়ি ঘের ব্যাবসায়ী সারোয়ার হোসেনকে আসামীরা বাড়ী থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে পার্শ্ববর্তী বয়ারশিংগা খালের পাড়ে রেখে যায়।

ওই রাতেই লাশ উদ্ধার হলে পর দিন নিহতের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় উক্ত আসামীদের নামে হত্যা মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০০৭ সালের ৩০ অক্টোবর ১১ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট প্রদান করে। আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে এ রায় প্রদান করেন।

(একে/পিএস/মে ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test