E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বঙ্গবন্ধুর সমাধি সৌধে কেন্দ্রীয় আ’লীগ ও সহযোগি সংগঠনের শ্রদ্ধা

২০১৫ আগস্ট ০২ ১৫:৪০:৫৯
বঙ্গবন্ধুর সমাধি সৌধে কেন্দ্রীয় আ’লীগ ও সহযোগি সংগঠনের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন মেয়াদ শেষে সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। দলীয় সরকারের অধীনে দেশে শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব তা শেখ হাসিনার সরকার প্রমাণ করে দিবে। সেই নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহন না করে তাহলে দেশ থেকে বিএনপির রাজনীতি নির্মূল হয়ে যাবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আওয়ামীলীগ গৃহিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে টুঙ্গীপাড়া সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জাতীয় শোক দিবস পালন কর্মসূচির প্রথম দিনে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে কেন্দ্রীয় আওয়ামীলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত করেন।

এ সময় কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ, নৌমন্ত্রী শাজাহান খান, আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রী মোফাজ্জেল হোসেন মায়া, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসার, সাধারণ সম্পাদক পংকজ দেব নাথ, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রদ্ধা নিবেদনের পরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন সহযোগি সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স মসজিদের অনুষ্ঠিত মিলাদ মাহফিলে নেতৃবৃন্দরাসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর খুনি যারা বিদেশে পালিয়ে বেড়াচ্ছে তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজ হোক কাল হোক তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে। তিনি আরো বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারীর আগের ৯০ দিনের মধ্যে যে কোন দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনটি অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনেই।

এদিকে, বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, বিভিন্ন পেশাজীবি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন সরকারি-কেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে বিপুল সংখ্যক মানুষ বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় সমাধি সৌধের বেদী ফুলে ফুলে ভরে ওঠে। আগত মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় সেখানে দায়িত্ব পালনরত কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওসারসহ কেন্দ্রীয় নেতাদের। এছাড়া গোপালগঞ্জ জেলাসহ আশ-পাশের জেলা থেকেও বিপুল সংখ্যক সাধারণ মানুষ বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা জানিয়েছেন।

পরে বিকেলে যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা যুবলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মি জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পন করেছেন।

(এমএইচএম/এএস/আগস্ট ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test