E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নাটোরের হালতিবিলে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

২০১৫ আগস্ট ০৪ ১৯:০৭:৩২
নাটোরের হালতিবিলে বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নাটোর প্রতিনিধি : নাটোরের হালতি বিলে নৌকা ভ্রমণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২৩) নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিলের মাঝে লাইনী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

এসময় বৈশাখী খাতুন (২২) ও রিপন আলী(২২) অপর দুই শিক্ষার্থীসহ নৌকার মাঝি আরিফ হোসেন আহত হয়। নিহত জাহিদুল ইসলাম পাবনার সুজানগর এলাকার হাজি আমিন উদ্দিনের ছেলে বাসিন্দা। আহত বৈশাখী নাটোরের বাগাতিপাড়া উপজেলা ও রিপন পঞ্চগড়ের বাসিন্দা। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের ২০/২২জন শিক্ষার্থী নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নৌকা ভ্রমণে যায়। তারা দুপুরের সময় নৌকার ছইয়ের ওপর ওঠে একে অপরকে জড়িয়ে নাচানাচি করছিল।

এসময় বিলের মাঝামাঝি খোলাবাড়িয়া গ্রামের অদুরে লাইনী নামক স্থানে নৌকাটি পৌছলে জাহিদুল ইসলাম বিলের মধ্যে ঝুলে থাকা বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে হাত স্পর্শ করে। এসময় তার সঙ্গে থাকা অপর দুই সহপাঠির বৈশাখী খাতুন ও রিপন আলীসহ জাহিদুল তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পানিতে পড়ে যায়।

এসময় নৌকার মাঝি আরিফও বিদ্যুতায়িত হয়ে মারাত্বক আহত হয়। পরে নৌকার অপর দুই মাঝি স্থানীয় লোকজনের সহায়তায় তাঁদের উদ্ধার করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের সদর হাসপাতালে হাসপাতালে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত বৈশাখী খাতুন, ও রিপন হোসেন বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নলডাঙ্গা থানার ওসি নজিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(এমআর/এএস/আগস্ট ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test