E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা থেকে লস্কারপাড়া রাস্তাটির বেহাল দশা

২০১৫ আগস্ট ০৪ ২২:১৩:৫৬
সাতক্ষীরা পৌরসভার ঝুটিতলা থেকে লস্কারপাড়া রাস্তাটির বেহাল দশা

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ০২ ওয়ার্ডে ফুড অফিস মোড় হতে ঝুটিতলা হয়ে লস্করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। খানা খন্দে পরিণত হয়েছে রাস্তাটির অধিকাংশ স্থানে। তাতে সাম্প্রতিক টানা বৃষ্টির পর ভারী যানবাহন চলাচল করায় ওই রাস্তাটি মানুষ চলাচলেরও অনুপোযোগি হয়ে উঠেছে।

কাটিয়া আনন্দপাড়ার অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সৈয়দ আকরাম হোসেন জানান, বিগত ২০০০ সালের এ রাস্তাটির সংস্কার করা হয়েছিল। তারপর আর এ রাস্তার উপর একটি ইটের টুকরো ফেলা হয়নি। তাছাড়া পৌরসভার নিয়ম অনুযায়ি ছয় চাকার উপরের কোন ভারী যানবাহন চলার নিয়ম না থাকলেও ১২ চাকার পণ্যভর্তি ট্রাকও ঢুকছে এ রাস্তা দিয়ে। ফলে রাস্তাটির মাঝে মাঝে পিচ উঠে ইট বেরিয়ে খানা খন্দে পরিণত হয়েছে। কোথাও কোথাও পানি জমে থাকায় গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে। এসব গর্তে পড়ে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছেন পথযাত্রীরা।

তিনি আরো বলেন, গত পৌরসভা নির্বাচনে এ এলাকায় থেকে সাবেক কমিশনার জাতীয় পার্টির নেতা সৈয়দ মাহমুদ পাপা, বর্তমান কাউন্সিলর ওসমান গণি মিণ্টুর চেয়ে ভোট বেশি পেয়েছিল। যে কারণে ওসমান গণি মিন্টু এ এলাকার দিকে কোন নজর দেন না। তিনি তার বাড়ির এলাকায় চকচকে করে নিয়েছেন। কিন্তু আমাদের এলাকায় একটি ইটের গোটাও ফেলেননি। একইভাবে অভিযোগ করেন আবুল কালাম, খোরশেদ আলমসহ অনেকে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর ওসমান গণি মিন্টু বলেন, তার ওয়ার্ডের বড় বড় এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার করতে যেয়ে ওই রাস্তাসহ মোট চারটি রাস্তার কাজ করতে পারেনি। এ রাস্তাটি তিন বছর আগে একবার টেণ্ডার হলেও নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় ওই ঠিকাদার আর কাজ করেননি। তাই আগামীতে বড় ধরণের ফান্ড পেলে প্রথমে ওই রাস্তাগুলোর কাজ করা হবে।

(আরকে/পি/অাগস্ট ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test