E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কাপাসিয়ায় মানব পাচার মামলার আসামী গ্রেপ্তার

২০১৫ আগস্ট ০৫ ১৯:৪৪:১৪
কাপাসিয়ায় মানব পাচার মামলার আসামী গ্রেপ্তার

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি : কাপাসিয়া থানায় মানব পাচার মামলার প্রধান আসামী রোজিনা ওরফে কিরন(৩৬) কে মঙ্গলবার রাতে থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ রোজিনাকে বুধবার সকালে আদালতে পাঠিয়েছে।

বাদি অভিযোগ ও পুলিশ জানায়, কাপাসিয়ার পার্শ্ববর্তী পাকুন্দিয়া উপজেলার চরটাঙ্গাব গ্রামের আবদুর রশিদের পুত্র মাসুদ মিয়া(৩০)কে ৩৫ হাজার টাকা বেতনে কাতারে পাঠানোর জন্য প্রায় ৬ মাস পূর্বে রোজিনা ও তার স্বামী সেলিমকে ৪ লক্ষ ৯০ হাজার টাকা দেয়। গত ২৯ জুন মাসুদ মিয়াকে ওই এলাকার মামুনের সহযোগিতায় কাতারে না পাঠিয়ে মালয়েশিয়া পাচার করে। মাসুদ মালয়েশিয়া থেকে আটক অবস্থায় গোপনে অন্যের মোবাইলে তার বাবাকে পাচারের ঘটনা জানায়। বর্তমানে মামুন মালশিয়ায় আটক অবস্থায় আছে বলে মাসুদের বাবা আব্দুর রশিদ জানান।

গত মঙ্গলবার রাতে কাপাসিয়া থানায় মাসুদের পিতা আবদুর রশিদ বাদী হয়ে রোজিনা, তার স্বামী সেলিম ও মামুনের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ রাতেই কাপাসিয়া উপজেলার বীরউজুলী এলাকা তার এক আত্বীয়র বাড়ী থেকে রোজিনাকে গ্রেপ্তার করে। অন্যন্যারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

(এসকেডি/পি/অাগস্ট ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test