E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রকৃতির অদ্ভুত খেয়াল

বাগাতিপাড়ায় নবজাতকের কানের গঠনে ‘আল্লাহু’ লেখা

২০১৫ আগস্ট ০৫ ১৯:৫৮:২৩
বাগাতিপাড়ায় নবজাতকের কানের গঠনে ‘আল্লাহু’ লেখা

নাটোর প্রতিনিধি : মাংসের টুকরা, মাছের গায়ে কিংবা গাছ-গাছালিতে প্রায়শ্চই ‘আল্লাহু’ লেখা দেখা যায়। কিন্তু সৃষ্টির সেরা মানব শরীরে এমন ‘আল্লাহু’ লেখার কথা কখনও শোনা যায়নি। এবার নাটোরের বাগাতিপাড়ায় এমনই ঘটনা ঘটেছে সদ্য জন্ম নেওয়া এক বিস্ময় নবজাতকের শরীরে। নবজাতকের শরীরে 'আল্লাহু’ লেখা সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে। শিশুটির কানের বাহ্যিক গঠনে আরবি অক্ষরে লেখা আল্লাহু সদৃশ বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। ওই নবজাতকটি স্থানীয় অংশুমান মজুমদার ক্লিনিকে অস্ত্রপাচারের মাধ্যমে গত ১ আগষ্ট জন্ম গ্রহণ করে। মানব শরীরে অরবি শব্দ আল্লাহু' লেখা আছে এমন খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখতে উৎসুক জনতা প্রতিদিনই ওই ক্লিনিকে ভিড় করতে থাকেন। মানুষের চাপ সামলাতে না পেরে ওই বিস্ময় নবজাতককে গোপনে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

চিকিৎসক অংশুমান মজুমদার জানান, উপজেলার দয়ারামপুর তালতলা গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে সুমাইয়া বেগম সীমা (২২) প্রসব ব্যাথা নিয়ে ১ অাগস্ট তার ক্লিনিকে ভর্তি হয়। পরে রাত সাড়ে ৭ টায় অস্ত্রপাচারের মাধ্যমে এক কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের সময় নবজাতকটির বাম কানের বাহ্যিক গঠনে আরবি শব্দের এরকম ‘আল্লাহু’ লেখা দেখা যায়।

তালতলা ওয়ারেছিয়া দাখিল মাদরাসার সুপারিনটেন্ট আকরাম আলী জানান, নবজাতকের মা সীমা তার মাদরাসার একজন পর্দাশীল ছাত্রী ছিল। তার বাবা সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুরের সৈয়দপুর গ্রামের আব্দুর রউফ পবিত্র কোরআনের হাফেজ। মানব শরীরে এমন 'আল্লাহু’ লেখা মহান সৃষ্টিকর্তার এক নিদর্শন বলে তিনি দাবি করেন।

(এমআর/পি/অাগস্ট ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test