E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কালীগঞ্জের ডোবা, কালিয়াকৈরে নদী থেকে লাশ উদ্ধার

২০১৫ আগস্ট ০৫ ২১:২১:৪৩
কালীগঞ্জের ডোবা, কালিয়াকৈরে নদী থেকে লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ ডোবা এবং কালিয়াকৈরে বিল থেকে দুই লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার লাশ দু’টি উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে পুলিশ। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান জানান, বুধবার দুপুরে কালীগঞ্জের আড়িখোলা রেল স্টেশন সংলগ্ন তুমুলিয়া এলাকায় রেল লাইনের পাশের ডোবায় অজ্ঞাত (৩০) লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। বেলা ৩টার দিকে লাশটি উদ্ধার করা হয়। অর্ধগলিত লাশটির পরনে কালো টাউজার ও কালো হাফ হাতা শার্ট রয়েছে। তিনি আরো জানান, ৬/৭ দিনে আগে ট্রেন থেকে পড়ে গিয়ে অথবা কেউ ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে হত্যা করে থাকতে পারে।

অপর দিকে কালিয়াকেরে বিল থেকে উদ্ধার হওয়া লাশটি স্কুল ছাত্র ইমনের। সে কালিয়াকৈরের সফিপুর আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র এবং সুরিরচালা গ্রামের দারগ আলীর ছেলে। নৌকা থেকে তুরাগ নদীতে পদে সে দু’দিন ধরে নিখোঁজ ছিল।

ইমনের চাচাতো ভাই দুলাল হোসেন জানান, গত সোমবার ইমন বন্ধুদের সাথে সুরিরচালা থেকে ইঞ্জিন নৌকায় করে পিকনিকে যাচ্ছিল। পথে সকাল সাড়ে ১১ টার দিকে কালিয়াকৈরে গলাচিপা এলাকায় ইমন নৌকার পেছন দিক থেকে তুরাগ নদীতে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে এলাকাবাসি ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা গত দুইদিন ইমনকে খোঁজাখুঁজি করেন। বুধবার সকালে নিখোঁজের স্থান থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে পানিশাইল বিলে লাশ ভেসে উঠে।

(এসএএস/পি/অাগস্ট ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test