E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

২০১৫ আগস্ট ২৪ ১৭:৫৬:১০
জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা

গোপালগঞ্জ প্রতিনিধি :জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৫ উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার বেলা ১১টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ২য় তলায় এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফায়েক উজ্জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজের পরিচালক প্রফেসর শহিদুল ইসলাম।

আলোচানা সভায় উপস্থাপনা করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মোঃ রোকনুজ্জামান। অন্যান্যদের বক্তব্য রাখেন এপিইসিই বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ শাহজাহান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট সুকান্ত বিশ্বাস, শিক্ষার্থী সবুজ মন্ডল প্রমুখ। সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং তাঁর আদর্শকে বাস্তবায়নের আহবান জানান।

প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ ফায়েক উজ্জামান বলেন, বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা ও জাতির পিতা, ৭ মার্চের পর থেকে এদেশ বঙ্গবন্ধুর নির্দেশে চলত। তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান শুধু আওয়ামীলীগের সম্পদ নয় তিনি সারা বাংলাদেশের সম্পদ।
আলোচনা সভার সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

(এমএইচএম/এসসি/আগস্ট২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test