E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জের মুকসুদপুরে স্কুলে গণ-মানষিক হিস্টিরিয়া রোগে আক্রান্ত ২০

২০১৫ আগস্ট ২৭ ১৪:৩০:২৭
গোপালগঞ্জের মুকসুদপুরে স্কুলে গণ-মানষিক হিস্টিরিয়া রোগে আক্রান্ত ২০

গোপালগঞ্জ প্রতিনিধি: মুকসুদপুরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে গণ-মানষিক হিস্টিরিয়া রোগে ২০ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এর মধ্যে শিক্ষার্থী এবং শিক্ষকও রয়েছেন। স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের পরামর্শে আপাতত স্কুল বন্ধ ঘোষণা করেছে।

বৃহস্পতিবার সকালে জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।

ওই স্কুলের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার স্কুলের ক্লাস শুরু হওয়ার আগেই প্রায় ১০টার দিকে ৯ম শ্রেণিতে কয়েকজন শিক্ষার্থী তীব্র মাথা ব্যাথা ও বমি উপসর্গ নিয়ে চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে এসে সহযোগিতা করতে থাকলে এক পর্যায়ে তারাও আক্রান্ত হতে থাকে। অবস্থা বেগতিক হলে অসুস্থ ১০ জনকে মুকসুদপুর হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গণ-মানষিক হিস্টিরিয়া রোগে মুকসুদপুর হাসপাতালে ভর্তি রোগিরা হলো- ৯ম শ্রেণির জোনাকী (১৪), জুলিয়া (১৪), দশম শ্রেণির ছালমা (১৫), পনু শেখ (১৫), রিয়াজ শেখ, ৮ম শ্রেণীর সংগীতা বিশ্বাস (১৩), প্রিয়া খানম (১৩)। শিক্ষক শাহ আলম (৩৫) এবং প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামও এ রোগে আক্রান্ত হন। তবে শিক্ষকদেরকে হাসপাতালে ভর্তি করা হয়নি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মুকসুদপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিব উল হাবিব স্কুল পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন, এটি গণ-মানষিক হিস্টিরিয়া রোগ। এটি কোন ভাইরাস রোগ নয়, তবে মানষিকভাবে আক্রান্ত হওয়ায় এ রোগের সৃস্টি হয়েছে। আমরা সচেতনতার পরামর্শ দেওয়ায় এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

(এমএইচএম/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test