E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর মাজারে প্রায় ১৩ হাজার মানুষের গণ-ভোজের আয়োজন

২০১৫ আগস্ট ২৭ ১৭:১৫:৪৩
বঙ্গবন্ধুর মাজারে প্রায় ১৩ হাজার মানুষের গণ-ভোজের আয়োজন

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শেখ রাসেল ক্রীড়া চক্রের কর্মকর্তারা শ্রদ্ধা জানিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে তারা পুষ্পস্তবক অর্পণ করে এ শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় শেখ রাসেল ক্রীড়া চক্রের সহ-সভাপতি মীর সমীর, ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ লাভলু, পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম, পরিচালক (অর্থ) অব্দুল লতিফসহ পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, জাতীয় শোক দিবসের অংশ হিসাবে টুঙ্গীপাড়া শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ ও বালাডাঙ্গা শেখ মুছা উচ্চ বিদ্যালয় মাঠে গণ-ভোজের আয়োজন করা হয়। গণ-ভোজে ১৩ হাজার মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে।

(এমএইচএম/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test