E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

২০১৫ সেপ্টেম্বর ০৮ ১৫:৫৫:৫৬
বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জ প্রতিনিধি: বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য মর্যাদাপূর্ণ স্বতন্ত্র বেতন নির্ধারণ ও অনুমোদিত ৮ম জাতীয় বেতন কমিশনে বিদ্যমান বৈষম্য দূরীকরণসহ চার দফা দাবি বাস্তবায়নের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার দুপুরে প্রতিবাদ মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিল শেষে তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন।

সেখানে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিভূতি সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মসিউর রহমান, অধ্যাপক শহিদুল ইসলাম, অধ্যাপক মো. আলাউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসাবে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ রেখে শিক্ষকরা এসব কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তারা বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়- একটি কুচক্রী মহল পাবলিক বিশ্ববিদ্যালগুলোকে অস্থির করে তুলে, সরকারকে বেকায়দায় ফেলে একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে কাজ করছে। দু'একটি ভিন্নতা ছাড়া অধিকাংশ ক্ষেত্রে শ্রেষ্ঠ মেধাবীরা বিশ্ববিদ্যালয় শিক্ষকতায় আসেন। শিক্ষকদের জন্য সামরিক বেসামরিক আমলাদের চাইতে কম মর্যাদা ও সুযোগ-সুবিধা নির্ধারিত হলে মেধাবীরা এ পেশা থেকে মুখ ফিরিয়ে নেবে।

অন্যদিকে, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো ঘোষনায় আনন্দ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা- কর্মচারীরা।

মঙ্গলবার দুপুরে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল করে। পরে প্রশাসনিক ভবনের নিচে এক সমাবেশ করে। সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা নতুন বেতন কাঠামো ঘোষনা করায় সরকারকে ধন্যবাদ জানান।

(এমএইচএম/এলপিবি/সেপ্টেম্বর ৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test