E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইড বই পড়ানোর অভিযোগে শিক্ষিকা বরখাস্ত!

২০১৫ সেপ্টেম্বর ১২ ১৭:১৮:১৭
গাইড বই পড়ানোর অভিযোগে শিক্ষিকা বরখাস্ত!

গোপালগঞ্জ প্রতিনিধি : ক্লাসে বোর্ড নির্ধারিত টেক্সট বই না পড়িয়ে গাইড বই পড়ানোর অভিযোগে কাশিয়ানীর এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি তাকে সাময়িকভাবে বরখাস্ত করেন।

সাময়িকভাবে বরখাস্তকৃত নাজনিন হক লিলি কাশিয়ানী কাশিয়ানীর রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুলের সভাপতি মোঃ মুনিরুজ্জামান জানিয়েছেন, তিনি স্কুল পরিদর্শন কালে দেখতে পান ওই শিক্ষিকা ৮ম শ্রেনীর ক্লাসে বাংলা টেক্সট বই না পড়িয়ে গাইড বই পড়াচ্ছিলেন। এ অপরাধে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

(এমএইচএম/এএস/সেপ্টেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test