E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

২০১৫ সেপ্টেম্বর ১৯ ১৫:০১:৫১
কোটালীপাড়ায় বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর নদীর কালীগঞ্জে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আবহমান বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকেলে কালীগঞ্জ বাজার থেকে বুরুয়া গ্রাম পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে এ নৌকা বাইচ ও মেলা  অনুষ্ঠিত হয়।

নদীর দুপাড়ে হাজার হাজার নারী-পুরুষ উৎসবের আমেজে উপভোগ করেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া দু’শ বছরের ঐতিহ্য নৌকাবাইচ। ইট-পাথরে গড়া আধুনিক সভ্যতার ভীড়ে গ্রামবাংলা থেকে নৌকাবাইচের মতো ঐতিহ্যকে ভুলতে বসেছে মানুষ। কোটালীপাড়াসহ পার্শ্ববর্তী উপজেলা মাদারীপুরের রাজৈর,কালকিনি, বাগেরহাটের চিতলমারী থেকে শতাধিক নৌকা নিয়ে মাল্লারা এ বাইচে অংশগ্রহণ করেন।

দুপুর থেকে নানা বর্ণে ও বিচিত্র সাজে দৃষ্টিনন্দন সরেঙ্গা, ছান্দি ও চিলেকাটা বাছারী নৌকার তুমুল বাইচ শুরু হয়ে, সন্ধ্যা পর্যন্ত চলে একের পর এক কুচ বা ছোপ । ঠিকারী ও কাশির বাদ্যের তালে তালে জারি ও সারি গেয়ে নেচে নেচে হেইও হেইও রবে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ্ সৃষ্টি হয় । শান্ত জলাশয় নেচে উঠে অথৈ তালে । দু’কূলে দাড়িয়ে থাকা হাজার-হাজার মানুষের হৃদয়ে জাগে দোলা। মাল্লাদের সাথে সমবেত হন অগনিত দর্শক ও সমর্থক । তারা উৎসাহ দেন বাইচের নৌকার মাল্লাদের। নদীর দু’ পাড়ে দাড়িয়ে থাকা মানুষের করতালী ও হর্যধ্বনিতে এলাকা মুখরিত হয়ে ওঠে। গোটা এলাকায় সঞ্চারিত হয় উৎসবের আমেজ।

কলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, প্রায় শত বছর ধরে বিশ্বকর্মা পূজার দিনে কালীগঞ্জে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। এই নৌকা বাইচকে কেন্দ্র করে এখানে মেলা বসে। নৌকা বাইচ দেখার জন্য গোপালগঞ্জসহ বিভিন্ন জেলার সকল ধর্মের মানুষের সমাগম ঘটে। আমরা ইউনিয়ন পরিষদ থেকে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ধরে রাখার জন্য সকল প্রকার পদক্ষেপ গ্রহন করবো।

(এমএইচএম/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test