E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

এ দেশকে জঙ্গিদের উর্বর ক্ষেত্র হতে দিতে চাই না: বেনজীর আহমেদ

২০১৫ সেপ্টেম্বর ২৭ ১৪:২৮:১৫
এ দেশকে জঙ্গিদের উর্বর ক্ষেত্র হতে দিতে চাই না: বেনজীর আহমেদ

গোপালগঞ্জ প্রতিনিধি: র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জঙ্গিবাদ নির্মুলে র‌্যাবকে আরো আধুনিকায়ণ করা হচ্ছে উল্লেখ করে বলেছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে র‌্যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এটি হচ্ছে আমাদের প্রিমিয়াম এলিট ফোর্স। আমরা বাংলাদেশকে কখনো জঙ্গিবাদের উর্বর ক্ষেত্রে পরিণত হতে দিতে চাই না।

তিনি রবিবার বেলা সাড়ে ১১টায় “গোপালগঞ্জ ক্লাব লিঃ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক আরো বলেন,বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়-শান্তিকামী। এখানে জঙ্গিবাদের কোন স্থান নাই। এ দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশ জঙ্গিবাদ মুক্ত করার জন্য, নির্মূল করার জন্য র‌্যাব ক্রমাগত কাজ করে যাচ্ছে। এ জন্য র‌্যাবকে আমরা প্রতিনিয়ত আধুনিকায়ন করছি। এটি একটি চলমান প্রক্রিয়া বলেও তিনি জানান।

এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোলা মোঃ আবু কাওছার, ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ দুলু সিকদার, সদর উপজেলা আওয়ামীলী গের সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী লেকু, সাবেক পৌর মেয়র হাসমত আলী সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মৃণাল কান্তি রায় চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান আকরাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের মান্দারতলা নামক স্থানে এ ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

(এমএইচএম/এনএস/২৭ সেপ্টেম্বর, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test