E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে “সিএইচসিপি”দের মানব-বন্ধন

২০১৫ সেপ্টেম্বর ২৮ ১৬:০৫:২০
গোপালগঞ্জে “সিএইচসিপি”দের মানব-বন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি: কমিউনিটি ক্লিনিকের নিয়োগ প্রাপ্ত “সিএইচসিপি”(কমিউনিটি হেলথ সার্ভিস প্রোভাইডার)-দের চাকরি জাতীয়করণ ও ট্রাষ্ট আইন বাতিলের দাবিতে গোপালগঞ্জে মাবন-বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এর আগে তারা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

সোমবার বেলা ১১টায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। গোপালগঞ্জ জেলা সিএইচসিপি এসোসিয়েশন এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে গোপালগঞ্জ জেলায় কর্মরত সিএইচসিপি-গণ অংশ নেন। তারা তাদের চাকরী জাতীয়করণ এবং ট্রাষ্ট আইন (২২-ঘ) বাতিলের দাবি জানিয়েছেন। পরে গোপালগঞ্জের সিভিল সার্জনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি কপি হস্তান্তর করেন।

(এমএইচএম/এলপিবি/সেপ্টেম্বর ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test