E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জ শহরে আবারও ডাকাতি, আটক ১

২০১৫ অক্টোবর ২৬ ১৬:২৮:০২
গোপালগঞ্জ শহরে আবারও ডাকাতি, আটক ১

গোপালগঞ্জ প্রতিনিধি : এক সপ্তাহের ব্যবধানে গোপালগঞ্জ শহরে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জনতার হাতে এক ডাকাত আটক হয়েছে। গতকাল রবিবার গভীর রাতে শহরের মান্দারতলা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতিকালে ডাকাতদের রামদার কোপে নৌ-বাহিনীর সাবেক পেটি অফিসর গাউসুল ইসলাম (৬৫) গুরুতর আহত হয়েছেন। এ সময় স্থানীয়রা রশিদ শেখ (৩৫) নামে এক ডাকাতকে ধরে গণ-পিটুনি দিয়েছে। ডাকাত রশিদ শেখ গোপালগঞ্জ সদর উপজেলার নখরীরচর গ্রামের সিরাজ শেখের ছেলে।

আহত গৃহকর্তা ও ডাকাতকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শেখ গাউসুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত গ্রীল ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির চেষ্টা করে। তখন আমি চিৎকার করলে ডাকাতরা রামদা দিয়ে আমাকে কুপিয়ে মারাত্মক আহত করে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। এসময় রশিদ শেখ নামে এক ডাকাতকে ধরে গণ-পিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, এ ঘটনার সাথে জড়িত অন্যদের আটকের চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর শহরের নবীববাগ এলাকায় ব্যাংক কর্মকর্তা আমিনুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা আগ্নেয়াস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।

(এমএইচএম/এএস/অক্টোবর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test