E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পার্বতীপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

২০১৫ নভেম্বর ০১ ১৩:২৩:৪৭
পার্বতীপুরে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ আজ ১লা নভেম্বর রোববার থেকে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্র্ডের অধীনে ২০১৫ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা।

দিনাজপুর শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় ২ লাখ ১৭ হাজার ৬৮২ জন অংশ নিচ্ছে। গত বছরের চেয়ে এবারে পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৮৫৬ জন। এরে মধ্যে পার্বতীপুর উপজেলায় ৬ হাজার ৭০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শমসের আলী জানান,পার্বতীপুর উপজেলায় ১৫ টি কেন্দ্রে ৬ হাজার ৭০১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। তার মধ্যে জেএসসি- ৪৭৬৪ জন, জেডিসি- ১১৩২ জন এবং নবম শ্রেনী সমাপনী পরিক্ষায় ( ভোকেশনাল ) ৮০৫ জন ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান জানান, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের জেএসসি পরীক্ষায় ২ লাখ। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৪০৩ জন ছাত্র ও ১ লাখ ১২ হাজার ২৭৯ জন ছাত্রী। নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিবেন ২ লাখ ৫ হাজার ৯৪৪ জন। অনিয়মিত ১১ হাজার ৭২৮ জন ও মানোন্নয়ন পরীক্ষার্থী ১০ জন। ইতিমধ্যে পরীক্ষা গ্রহণ সহ সকল প্রস্তুতি সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা নিয়ে গঠিত এই শিক্ষা বোর্ডের ৩ হাজার ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৪৫টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে জেএসসি পরীক্ষায় অংশ দিবেন। এর মধ্যে রংপুর জেলায় পরীক্ষার্থী ৩৮ হাজার ৬৯৭ জন, গাইবান্ধায় ২৮ হাজার ৮৮৫জন, নীলফামারীতে ২৫ হাজার ৩৮৫ জন, কুড়িগ্রামে ২৪ হাজার ৪২৯ জন, লালমনিরহাটে ১৮ হাজার ৭৪৫, দিনাজপুরে ৪২ হাজার ৩৬৬জন, ঠাকুরগাঁওয়ে ২২ হাজার ৯৬৩ জন ও পঞ্চগড় জেলায় ১৬ হাজার ২১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

(এএলএম/এনএস/নভেম্বর ১, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test