E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গাজীপুরে শিশুকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

২০১৫ নভেম্বর ১৬ ২২:৪৭:০৩
গাজীপুরে শিশুকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

গাজীপুর প্রতিনিধি :গাজীপুরে স্ত্রীর সাথে ঝগড়া করে ৯০ দিনের শিশু কন্যাকে নদীতে ছুড়ে ফেলে হত্যার দায়ে বাবা মো. সোহেল রানাকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো একমাসের কারাদন্ড দিয়েছেন। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক ওই রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত বাবা সোহেল রানা গাজীপুর মহানগরীর কাশিমপুরের লাঠিভাঙ্গা এলাকার হাফিজুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ অক্টোবর সকালে নিষেধ অমান্য করে শিশু সোহানা আক্তারকে নিয়ে স্ত্রী রাবেয়া আক্তার নানার বাড়ি মহানগরীর বাইমাইলের কালাকৈর চলে আসে। সোহেল রানা কয়েক বার ফোন করে স্ত্রীকে বাসায় চলে আসতে বলেন। না আসায় ওইদিন দুপুরে সোহেল রানা স্ত্রীকে আনতে যায়। সেখানে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে স্ত্রী রাবেয়া বাথরুমে গেলে সোহেল রানা মেয়ে সাহানা আক্তারকে নিয়ে পালিয়ে যায়। পরে কড্ডা ব্রীজের উপর থেকে শিশু সোহানাকে তুরাগ নদীতে ছুড়ে ফেলে দেয়।

অনুশোচনা দেখা দিলে পরদিন সকালে সোহেল রানা ব্রীজের নীচে নদীতে নেমে মেয়েকে খুঁজতে থাকে। দীর্ঘ কয়েক ঘন্টা নদীর পানিতে খোঁজাখুজির কারনে আশোপাশের মানুষ জমে যায়। তারা সন্দেহবশত সোহেল রানাকে আটক জিজ্ঞাসাবাদ করলে সে, মেয়েকে নদীতে ফেলে হত্যার কথা স্বীকার করে। পরে স্থানীয়রা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় রাবেয়ার ভাই আসাদুল হক বাদি হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। এ ঘটনায় সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে পুলিশ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। গত ৩১ অক্টোবর সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। শুনানী শেষে সোমবার বিচারক ওই রায় প্রদান করেন।

রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহামদ, এবং আসামি পক্ষে ছিলেন গাজীপুর আদালতের আইনজীবি মো. শাহজাহান।




(এসএএস/এসসি/নবেম্বর১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test