E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীপুরে গ্যাস সম্প্রসারণ প্রকল্পে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

২০১৫ নভেম্বর ২৩ ১৮:৪৭:০৩
শ্রীপুরে গ্যাস সম্প্রসারণ প্রকল্পে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে গ্যাস সম্প্রসারণ প্রকল্পের প্রস্তাবিত লাইনের জমিতে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। সোমবার দিনব্যাপী গাজীপুর জেলা প্রশাসন, তিতাস গ্যাস ও গ্যাস ট্রান্সমিশন লিমিটেড মিলে উচ্ছেদ অভিযান শুরু করেন।

গাজীপুরের শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত ৩০ কিলোমিটারের এবং শ্রীপুর উপজেলার ধনুয়া থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ৫২ কিলোমিটারের দুটি গ্যাস লাইন সম্প্রসারণ প্রকল্পের প্রস্তাবিত লাইনের ওপর স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম জানান, গাজীপুর থেকে টাঙ্গাইলের গ্যাস পাইপ লাইন সম্প্রসারণ প্রকল্পে গাজীপুরের অংশের জয়দেবপুর-শ্রীপুর অংশে ১২ কিলোমিটার এবং শ্রীপুরের ধনুয়া-টাঙ্গাইল অংশের ৮ কিলোমিটার এলাকায় বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়।

প্রকল্পের গ্যাস লাইন চিহ্নিত করার পর থেকেই ওইসব স্থাপনাগুলো নির্মাণ শুরু হয়। ব্যক্তিগত অথবা সংঘবদ্ধভাবে নামমাত্র আবাদি জমিতেও এসব স্থাপনা নির্মাণ করা হয়। আদালতের নির্দেশনা ও গণমাধ্যম এবং এলাকাবাসীর কাছ থেকে এরকম অভিযোগ আমরা পেয়েছি। উচ্চ আদালতের নির্দেশেই এসব স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালিত হচ্ছে।

সোমবার সকাল থেকে দুটি অংশে প্রায় দুই শতাধিক শ্রমিক প্রয়োজনীয় সংখ্যক সামগ্রী নিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেয়। অভিযানকালে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম মোস্তফা কামাল, গাজীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সাজিদ আনোয়ার, গাজীপুরের আরডিসি মোঃ শরীফুল আলম তানভীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এসময় র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। উচ্ছেদ এলাকায় বিজিবি সদস্যরা টহল দেয়।

গাজীপুরের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সাজিদ আনোয়ার জানান, সোমবার দুটি অংশে প্রায় ১০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

(এসএএস/এএস/নভেম্বর ২৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test