E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

কালীগঞ্জে নারী সাংবাদিকের পরিবারকে ফাঁসানোর চেষ্টা

২০১৫ নভেম্বর ২৬ ১৮:৩৮:২৬
কালীগঞ্জে নারী সাংবাদিকের পরিবারকে ফাঁসানোর চেষ্টা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক নারী সাংবাদিকের পরিবারকে সাজানো চুরির ঘটনায় প্রতিপক্ষের চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় বৃহস্পবার বিকালে ওই নারী সাংবাদিক বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (নং ১১১৬) করেছেন।

জানা গেছে, কালীগঞ্জ বাজারে বাড়ির সংলগ্ন ৪ শতাংশ জমি ভাওয়াল রাজ এস্টেট থেকে লীজ নিয়ে ভোগ দখলে আছেন দৈনিক যায়যায়দিন পত্রিকার কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা মাফুজা আফরিন মনির মা রুনা আহমেদ। দীর্ঘদিন ধরে ওই জমি জোর করে দখলের চেষ্টা করে আসছিল প্রতিপক্ষ লিটন মিয়া, ও স্বপন মিয়াসহ আরো কয়েকজন। এ নিয়ে সাংবাদিক মনি থানায় একাধিক সাধারণ ডায়রী করেছেন।

বুধবার রাতে বাড়ি সংলগ্ন প্রতিপক্ষের জুতার দোকান থেকে মালামাল অন্যত্র সরিয়ে নেয়া যাচ্ছিল। ব্যাপারটি সন্দেহ হলে সাংবাদিক মনি ঘটনাটি থানার ওসিকে জানান। রাতেই থানার এইআই ফরিদ উদ্দিন ঘটনাস্থল গিয়ে ঘটনার সত্যতা পান।

এসআই মো. ফরিদ উদ্দিন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনা সাজানো বলে স্বীকার করেছে। সাজানো ঘটনার বিয়য়টি জিডিতে নথি ভূক্ত করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

(এসএএস/এএস/নভেম্বর ২৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test