E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গাজীপুরে ৩ ভূমি কর্মকর্তা বরখাস্ত, বদলি ২

২০১৫ ডিসেম্বর ০১ ১৮:০১:৫৫
গাজীপুরে ৩ ভূমি কর্মকর্তা বরখাস্ত, বদলি ২

গাজীপুর প্রতিনিধি : আকস্মিক পরিদর্শনে এসে ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী গাজীপুরের তিন ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং দুইজনকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেন। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং সত্যতা পেয়ে প্রতিমন্ত্রী মঙ্গলবার ওই নির্দেশ প্রদান করেন।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের গাছা ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. জালাল উদ্দিন, বাসন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মো. ইউসুফ আলী ও কাশিমপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা দীপক কুমার সাহা। শাস্তিমূলক বদিলর নির্দেশ দেয়া হয়েছে কালিয়াকৈর উপজেলার সাবাজপুর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা বাবুল মিয়া ও একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ি ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিদের জানান, কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য সরকারের ভাবমুর্তি নষ্ট হচ্ছে। জনগণ হয়রানির স্বীকার হচ্ছে। কাজের গাফিলতি ও মানুষকে হয়বানি কোন ভাবেই বরদাস্ত করা হবে না। যাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের বিষয়ে আরো তদন্ত হবে। তদন্ত অনুযায়ী আরো শান্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের কিছু কিছু জায়গায় এ ধরণের সমস্যা হচ্ছে। ব্যবস্থা নেওয়ায় অনেক জায়গায় ইতোমধ্যে উন্নতি হয়েছে। আরো অনেক বেশি উন্নতির প্রয়োজন আছে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মোস্তফা কামাল জানান, গাজীপুরের কয়েকটি ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ভূমি প্রতিমন্ত্রীর কাছে পূর্বেই ছিল। মঙ্গলবার দুপুরে আকস্মিক পরিদর্শনে এসে তিনি ৩ জনকে সাময়িক বরখাস্ত এবং দু’জনকে শাস্তিমূলক বদলির নির্দেশ দিয়েছেন।

(এসএএস/এএস/ডিসেম্বর ০১, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test