E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

কালীগঞ্জে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকা লুট

২০১৫ ডিসেম্বর ০৬ ১৬:১৫:৩৮
কালীগঞ্জে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও দেড় লাখ টাকা লুট

গাজীপুর প্রিতিনিধ : গাজীপুরের কালীগঞ্জের ছৈলাদি গ্রামে শনিবার রাতে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা ওই প্রবাসীকে আহত করে ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকা ও প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।   

প্রবাসীর বাবা মো. হানিফা আকন্দ (৫৫) জানান, তাঁর ছেলে সৌদি প্রবাসী আলমগীর হোসেন আকন্দ (৩৫) একমাস আগে ছুটিতে বাড়ি আসেন। শনিবার রাত ২টার দিকে গেঞ্জি, হাফ প্যান্ট ও মুখোশ পড়া ১৫/১৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়িতে হানা দেয়। ডাকাতরা কলাপসিপল গেইটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে। এ সময় পরিবারের সদস্যদের হাত-পা রশি দিয়ে বেঁধে এবং কাপড় ও টেপ দিয়ে মুখ বন্ধ করে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরে থাকা নগদ দেড় লাখ টাকা, ১০ ভরি স্বর্ণারঙ্কার, একটি ল্যাপটপ, ৭টি দামি মোবাইল সেট ও বিদেশী কাড়র-চোপড় লুট করে নিয়ে যায়। যাওয়ার আগে প্রবাসী আলমগীরকে মারধর করে যায়। ডাকাতরা চলে গেলে পরিবারের এক সদস্য বেঁধে অবস্থা থেকে ছাড়া পেয়ে বাকীদের ছাড়িয়ে নেয়। স্থানীয়দের সহায়তায় ওই প্রবাসীকে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

কালীগঞ্জ থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, ডাকাতির ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এসএএস/এইচআর/ডিসেম্বর ০৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test