E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাজীপুরে বিডি ফুডের ২৬ লাখ টাকা ছিনতাই, আহত ৪

২০১৫ ডিসেম্বর ০৮ ১৬:৫২:২৫
গাজীপুরে বিডি ফুডের ২৬ লাখ টাকা ছিনতাই, আহত ৪

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বিডি ফুড লিমিটেডের ২৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশনের ভীমবাজার এলাকায় মাইক্রোবাস থামিয়ে চালকসহ চারজনকে আহত করে ওই টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানার সহকারী ব্যবস্থাপক আবু জাহের জানান, সকাল ১১টার দিকে কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্যে ইসলামী ব্যাংক গাজীপুর চান্দানা চৌরাস্তা শাখা থেকে টাকা তুলে বিডি ফুডের ক্যাশ কর্মকর্তা বেলাল হোসেন (৩০), দুই সিকিউরিটি গার্ড আবুল কালাম (৩৫) ও শাহাদাত হোসেন (৩৮) এবং চালক লিটন হোসেন (৪৫) মাইক্রোবাসে করে কারখানা বাহাদুরপুরের ভীমবাজার ফিরছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে মাষ্টারবাড়ি-মির্জাপুর সড়কের ভীমবাজারের রোভার পল্লী এলাকায় পৌছালে সামনে থেকে একটি মিনি বাস মাইক্রেবাসের সামনে থেমে যায়। চালক মাইক্রোবাস থামালে পিছন থেকে ২টি মোটরসাইকেলে ৫ যুবক এসে পিস্তল, রড ও ছোরা নিয়ে মাইক্রোবাসে হামলা চালায়। তারা মাইক্রোবাসে থাকা ৪ জনকে মারধর এবং দু’দিক থেকে চালক লিটনের বুকে পিস্তল ধরে ব্যাগে থাকা ২৬ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি সাথে সাথে জয়দেবপুর থানা ও হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে জানানো হয়।

আহত চালক লিটন জানান, ছিনতাই শেষ হওয়ার পর বাসটি দ্রুত মির্জাপুরের দিকে চলে যায়। ওই ৫ যুবক টাকার ব্যাগসহ মোটর সাইকেল নিয়ে দ্রুত মাষ্টার বাড়ির দিকে চলে যায়।

হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, ছিনতাইয়ের খবর পেয়ে তিনি ঘটনা স্থলে যান। ২৬ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে বিডি ফুডের কর্মকর্তারা তাকে জানিয়েছেন।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, টাকা ছিনতাইয়ের ঘটনাটি তাঁর জানা নেই। এটি গুজব হতে পারে।

(এসএএস/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test